২ হাজার ২৭৬ নেতাকর্মী গুম-খুনের অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করল বিএনপি
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার সহযোগী সংগঠনগুলোর ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে গুম ও খুনের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম-খুন ও মামলাবিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন নিজেই এই অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালাউদ্দিন বলেন, "২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি এবং এর সহযোগী সংগঠনের ২,২৭৬ জন নেতাকর্মীকে গুম এবং খুন করা হয়েছে। আজ আমরা এই ঘটনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করলাম।"
এই অভিযোগের মধ্যে ইলিয়াস আলীসহ বিএনপির অনেক শীর্ষ নেতার গুমের ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে, যা দলটির পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হলো।