শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের। ছবি: সংগৃহীত

থার্টি ফাস্ট নাইটে রাজধানীসহ সারাদেশে বাসা-বাসা বাড়ির ছাদ, ভবন, উন্মুক্ত স্থান ও পার্কে আতশবাজি, পটকা ফোটানো বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদন করেছিলেন আইনজীবী মো.আশরাফ উজ জামান।

এদিকে রাজধানী ঢাকায় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, পুলিশের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট থাকবেন। তারা যে কোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালাবে।

এছাড়া ইংরেজি নববর্ষ উৎযাপন ঘিরে ফানুষ উড়ানো, আতোশবাজি, পটকা, উচ্চশব্দ রোধে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার দীপংকর বর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতেজানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে এক মাসের জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ছয় মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইংরেজি নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় চিঠি পাঠানো হয়েছে। জনস্বার্থের জন্য ক্ষতিকর এ কর্মকাণ্ড হতে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধও জানানো হয়।

Header Ad
Header Ad

বাংলাদেশে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে: মির্জা ফখরুল  

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর বলেছেন, আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রের চর্চা করি না। বাংলাদেশে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে। ফলে এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি। কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা করলে আমরা অধিকার অর্জন করতে পারবো।

শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজ মাঠে কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্মাননা ২০২৪ উদযাপিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে অত্র কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমার বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের আশা-আকাঙ্ক্ষা, তারা আমাদের স্বপ্ন। সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করবেন তারা। তরুণদের মধ্যে আকাঙ্ক্ষা আছে এবং কর্মক্ষমতা আছে। দেশপ্রেমে উদ্ধৃত্ত হয়ে তরুণরা কাজ করছে। তারা আন্দোলন করছে প্রাণ দিচ্ছে, সেখানে আমরা হেরে যেতে পারি না। আমরা নিশ্চয়ই জয়ী হবো।

তিনি বলেন, যদিও স্বাধীনতার পরে একটা অবস্থা তৈরি হয়েছিল ক্রিয়েটিভ সৃজনশীল কিছু করা যেতো। আজকে আমরা যারা রাজনীতি করছি । আমাদের ব্যর্থতা ৫৩ বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময় ভালোবাসাময় একটি দেশ গড়তে পারলাম না। আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। আমরা যে জাতি, আমাদের গর্ব করে বলার কথা যে আমরা গর্বিত জাতি । কিছুদিন আগেও আমরা সেটা বলতে পারিনি। এখন আবার সেই আশা জেগে উঠেছে আমাদের মাঝে। আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই স্বপ্নটি হচ্ছে সত্যিকার অর্থে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন একটা সুখী, সুন্দর, প্রেমময়, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ। সেই বাংলাদেশকে নির্মাণ করার আমরা চেষ্টা করেছি। আমরা ৭১ সালে যুদ্ধেও ছিলাম, এরপরে গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম।

বিএনপির মহাসচিব বলেন, আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা ঐক্যের যে যুদ্ধ সবাই মিলে একসঙ্গে দেশটাকে গঠন করবো তাকে নির্মাণ করবো তাকে একটা পথরেখা দেখাবে আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের ছেলেরা জীবন দিয়েছে, রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছে।

দেশের তরুণ-শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা অমিত সম্ভাবনাময়। তারা দেশপ্রেমের কথা, পরিবর্তনের কথা বলছেন। সত্যিকার অর্থে বাংলাদেশ নির্মাণ করবার একটা পথও তারা দেখাতে পারেন। সুতরাং নেতিবাচক চিন্তা করলে হবে না।

“আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্য দিয়ে আনতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, যদি দেশপ্রেম থাকে, দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে নিশ্চয়ই আজকে যে সুযোগ এসেছে, সেই সুযোগের যেন সদ্ব্যবহার আমরা করতে পারি।”

দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ কে এম আল আবদুল্লাহসহ বিভিন্ন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষরা বক্তব্য রাখেন।

Header Ad
Header Ad

একপেশে ম্যাচে রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় চট্টগ্রামের

ছবি: সংগৃহীত

উসমান খানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বিপিএলের এবারের আসরে প্রথম জয় পেয়েছে চিটাগং কিংস। রাজশাহীর বিপক্ষে ব্যাট হাতে রেকর্ড ২১৯ রান তোলার পর বল হাতে অসাধারণ পারফর্ম করে তারা ম্যাচটি ১০৫ রানে জিতে নেয়।

চট্টগ্রামের ইনিংস শুরুতে তাসকিন আহমেদের প্রথম ওভারেই পারভেজ হোসেন ইমন (০) ফিরে গেলে চাপ পড়ে দলের ওপর। তবে উসমান খান ও গ্রাহাম ক্লার্ক মিলে ৬৩ বলে ১২০ রানের বড় জুটি গড়ে সেই চাপ সামাল দেন। ক্লার্ক ২৫ বলে ৪০ রান করে আউট হলেও উসমান থামেননি। ১৩ চার ও ৬ ছক্কায় ৬২ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে চিটাগংয়ের স্কোর নিয়ে যান ২১৯-এ।

২২০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে রাজশাহী। ওপেনার সাব্বির হোসেন ও অধিনায়ক এনামুল হক বিজয় দ্রুত আউট হন। যদিও মোহাম্মদ হারিস ১৫ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন, তবে বাকিরা ছিলেন ব্যর্থ। আকবর আলি কিছুটা লড়াই করলেও রাজশাহী পুরো ইনিংসে থামে মাত্র ১১৪ রানে।

চিটাগংয়ের স্পিনার আরাফাত সানি ও আলিস আল ইসলাম রাজশাহীর ব্যাটারদের বিপাকে ফেলেন। দু’জনই নেন ৩টি করে উইকেট। পেসার শরিফুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র নেন বাকি ৪ উইকেট।

এই জয়ে চিটাগং কিংস এবারের বিপিএলে নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার বার্তা দিল।

Header Ad
Header Ad

বিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মির্জাপুর মোড়ে ট্রাক চাপায় হাবিবুর রহমান (৪৫) নামে এক অটোরিক্সা চালক এবং একই জেলার নবাবগঞ্জ উপজেলার রত্নাদিঘী নামক স্থানে অটোরিক্সার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাতুল মিয়া (২২) নিহত হয়েছেন। ইমরান নামে এক অটোযাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিরামপুর পৌর শহরের মির্জাপুর মোড়ে দিবাগত রাত ১০টার দিকে ও নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার থেকে বিরামপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাবিবুর রহমান (৪৫)। সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খাঁনপুর গ্রামের মৃত:হাফিজ উদ্দিনের ছেলে এবং নিহত মোটরসাইকেল আরোহী রাতুল(২২) নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, বিরামপুর পৌর শহরের মির্জাপুর মোড়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী একটি ট্রাক হাবিবুর রহমানের অটো রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে হাবিবুর রহমানের মৃত্যু বরন করেন এবং অটোযাত্রী ইমরান আহত হন।

অপরদিকে রত্নাদিঘী নামক স্থানে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে অটোরিক্সার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেল আরোহী রাতুল মিয়া (২২) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত রাতুল মিয়াকে দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে থানায় মামলা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে: মির্জা ফখরুল  
একপেশে ম্যাচে রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় চট্টগ্রামের
বিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 
দেশে যেন কখনোই ফ্যাসিবাদ ফিরতে না পারে: গণপূর্ত উপদেষ্টা  
ঘন কুয়াশায় গাড়ি দুর্ঘটনা এড়াতে চালকদের বিআরটিএ এর ৪ নির্দেশনা
নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না : ডা. শফিকুর
এবার ‘সাত বিয়ে’ নিয়ে মুখ খুললেন সোহেল তাজ
শীতার্তদের পৌনে সাত লাখ কম্বল দেবে সরকার
আজ যশোর একই মঞ্চে বয়ান করবেন আজহারী ও আহমাদুল্লাহ
যত দ্রুত সম্ভব ডাকসু নির্বাচন দিতে চাই: ঢাবি উপাচার্য
বাংলাদেশি হিন্দুদের ভারতে আসতে উৎসাহ দেওয়া উচিত নয়  
গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত
‌‌‘লিভ টুগেদার’ নিয়ে বেফাঁস মন্তব্য, স্বাগতাকে ফের আইনি নোটিশ
এবার কোহলিকে আউট না দিয়ে সমালোচনায় সৈকত
তাবলিগের দুই পক্ষকে শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
ব্যালন ডি'অর নিয়ে রোনালদোর মক্তব্য, ক্ষেপে গেলেন রদ্রি
সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার
মুন্সীগঞ্জে বিয়েতে উচ্চ শব্দে গান বাজিয়ে সাজা পেলেন যুবক
যুক্তরাষ্ট্রে ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২ (ভিডিও)
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প