মারধর করে গানবাংলা দখলের মামলায় তাপস গ্রেপ্তার
জোরপূর্বক গানবাংলা দখল করে রাখা কৈাশিক হোসেন তাপস ।। ছবি: সংগৃহীত
মারধর করে অস্ত্র ঠেকিয়ে বেসরকারী সংগীত চ্যানেল ‘গানবাংলা’র মালিকানা দখলের অভিযোগে কৈাশিক হোসেন তাপসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান গ্রেপ্তার দেখানোর এই আদেশ দেন।
আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয় তাপসকে। তার আগে গত ৪ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ–পরিদর্শক হারুনুর রশীদ এ মামলায় তাপসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
ঢাকা মহানগর দায়রা আদালতের পিপি ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৫ নভেম্বর সৈয়দ শামস উদ্দিন আহমেদ বাদী হয়ে তাপসসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন। বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে।