বুধবার, ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘তাপস যদি বিপথগামী হয়েই থাকে তার জন্য শেখ হাসিনা দায়ী’

ছেলের বিপথগামিতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন তাপসের মা মেহের নিগার চঞ্চল। ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান ও গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তার মা মেহের নিগার চঞ্চল। একইসঙ্গে ছেলের বিপথগামিতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেহের নিগার চঞ্চল বলেন, ‘তাপস যদি বিপথগামী হয়েই থাকে, তার জন্য শেখ হাসিনা দায়ী’।

তাপসের মা বলেন, ‘২০১২ সালে ঢাকা স্টেডিয়ামে একটি গানের অনুষ্ঠান থেকে তাপসকে তুলে নেয়া হয়। তারপর থেকে এই ১২ বছরে পাঁচ মিনিট করে বারো বারও তার দেখা পাইনি আমি। সেই তখন থেকে শেখ হাসিনা সরকার আমাকে একা করে দিয়েছে। ওই সময় তাকে তুলে নেয়ার এক বছর পর যেখানে পেয়েছি, তা আর বলতে চাই না।’

অপরাজনীতি নিয়ে তিনি বলেন, ‘অপরাজনীতির জন্য ১৯৭৪ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে নেই আমি।’ এছাড়া হত্যা মামলার ব্যাপারে তাপসের মা বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে তাপস জড়িত না। আর যতটুকু শেখ হাসিনার সঙ্গে জড়িত, আমি বলব সে যদি বিপথগামী হয়েই থাকে তার জন্য শেখ হাসিনা দায়ী।’

ইশতিয়াক মাহমুদ নামে একজন ব্যবসায়ী হত্যাচেষ্টার একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে থেকে গান বাজনার মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ ও ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে গান বাংলার তাপস।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের ছোড়া গুলিতে বাদীর পেটে গুলি লাগে। গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে থেকে অপারেশনের মাধ্যমে তার পেটের গুলি বের করা হয়। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। এ মামলায় তাপস এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

Header Ad

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক জস ইংলিস

জস ইংলিস। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন নতুন অধিনায়ক। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। বেশ কিছুদিন আগেই টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে দলটি। তবে এই সিরিজে দলের অধিনায়কত্ব কে করবেন সেটা তখন জানায়নি তারা। এবার জানা গেল আসন্ন এই সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন জস ইংলিস।

আগামী নভেম্বরের শেষের দিকে ঘরের মাঠে বোর্ডার-গাভাস্কার সিরিজে ব্যস্ত থাকবে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটাররা। এই সিরিজের অস্ট্রেলিয়া দলে তাই টেস্ট ক্রিকেটারদের রাখা হয়নি। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ট্রাভিস হেড, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিনদের কেউই এই সিরিজে নেই।

টি-টোয়েন্টির বর্তমান অধিনায়ক মার্শ এবং হেড বর্তমানে পিতৃত্বকালীন ছুটিতে আছেন, সিরিজ চলাকালেও থাকবেন। এ ছাড়া মেরুদণ্ডের নিচের অংশে অস্ত্রোপচার করিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় সময় কাটাচ্ছেন গ্রিন। তাদের অনুপস্থিতিতে দলে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যাডাম জাম্পারা।

জস ইংলিস। ছবি: সংগৃহীত

ম্যাক্সওয়েল, স্টইনিসের মতো অভিজ্ঞরা থাকার পরও অজিদের নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেলেন ইংলিস। দলটিতে নেতৃত্ব পাওয়ার দৌড়ে যারা ছিলেন তাদের মধ্যে ম্যাক্সওয়েল ও শর্টেরই কেবল ঘরোয়া পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে।

বিগ ব্যাগ লিগে মেলবোর্ন স্টার্সকে কয়েক মৌসুম যাবত নেতৃত্ব দিয়ে আসছেন ম্যাক্সওয়েল। এদিকে গত মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অধিনায়ক ছিলেন শর্ট। তবুও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অধিনায়কত্ব পেলেন ইংলিস।

এই ব্যাপারে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেন, ‘জস ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ অংশ, মাঠে অনেক সম্মানিত। এর আগে অস্ট্রেলিয়া এ দলকে নেতৃত্ব দিয়েছে, এই ভূমিকায় সে কৌশলগত সামর্থ্য ও ইতিবাচকভাবে দায়িত্ব পালন করবে।’

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দুই উইকেটে জিতেছে অজিরা। এই সিরিজের তৃতীয় ম্যাচে বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক কামিন্সসহ, স্টিভ স্মিথ এবং জস হ্যাজেলউড। এই ম্যাচেও নেতৃত্ব দেবেন ইংলিস।

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি স্কোয়াড:

শন অ্যাবট, জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জস ইংলিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।

Header Ad

'বন্ধু' ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি

ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আগেভাগেই উষ্ণ অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পকে ‘বন্ধু’ উল্লেখ করে মোদি বলেছেন, ‘ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন।’

বুধবার (৬ নভেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে ট্রাম্পকে 'বন্ধু' সম্বোধন করে তার সাথে নিজের একাধিক ছবি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদি লিখেছেন, এই ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতার পুনর্নবীকরণের জন্য উন্মুখ।

মোদি আরও বলেন, আসুন আমাদের জনগণের উন্নতি, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আমরা একসাথে কাজ করি।

এর আগে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে একটি অত্যাশ্চর্য বিজয়ে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প। জীবনের দুটি প্রচেষ্টায় ঐতিহাসিক নির্বাচনে জয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে যাচ্ছেন এ রিপাবলিকান নেতা।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে পরপর তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জয় পাওয়া দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ১৮৯২ সালে একই কীর্তি দেখিয়েছিলেন দেশটির ২২তম প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড।

ট্রাম্প ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ট্রাম্প। সেবার তিনি আমেরিকাকে ‘আবারও মহান করার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি চলাকালীন ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরেছিলেন। তবে প্রায় দুই বছরের প্রচারের পরে ২০২৪ সালে আবারও ‘আমেরিকাকে আবারও মহান করুন’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Header Ad

প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : ঢাকাপ্রকাশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন- পরিবেশ রক্ষা করা সবাই দায়িত্ব, কারো একার নয়। ক্ষতিকর প্লাষ্টিক বর্জনের পাশাপাশি প্লাস্ট্রিকের উৎপাদন বন্ধ করতে হবে। এছাড়া নতুন করে কেউ যেন প্লাস্টিক তৈরি ব্যবস্থাপনায় না যায় সে ব্যবস্থা নিতে হবে। প্লাস্ট্রিকের জীবাশ্ম পুড়িয়ে রোধ করতে হবে। নয়ত একশত বছরের পলিথিন হারাবে না। 

তিনি বলেন- ঢাকার বুড়িগঙ্গা নদী উদ্ধার করা যাচ্ছে না। নদীর নিচে তিন থেকে চার আস্তরের পলিথিন পড়ে আছে। এ কারণে সেখানে ড্রেজিং করা সম্ভব না। তাই আমাদের সবার উচিত পলিথিন ব্যবহার বন্ধ করা। এদিকে, ইটভাটার মাটি কোথা থেকে আসে তার সঠিক তথ্য জানানো এবং পোড়ানো ইট নতুন করে পোড়ানো যাবে না। এ ক্ষেত্রে অনিয়মকারীদের নিবন্ধন বাতিল করা হবে। 

বুধবার (৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পৌর শহরে ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন- প্রাকৃতিক বনে কিসের সামাজিক বনায়ন, প্রাকৃতিক বনে বন থাকবে। আপনি যদি সামাজিক বনায়ন করেন, তাহলে চুক্তি স্বাক্ষর করেন উপকারভোগীদের সঙ্গে। এরপর সামাজিক বনায়নের গাছগুলো কেটে উপকারভোগীদের মধ্যে পয়সা বিতরণ করে দেন। বনবিভাগের প্রাথমিক দায়িত্ব পয়সা বিতরণ করা না। তাদের দায়িত্ব হচ্ছে প্রাকৃতিক বনকে রক্ষা করা। প্রাকৃতিক বনায়নে আর কোনও সামাজিক বনায়ন হবে না।

বিদ্যুৎ অপচয় রোধে পরিবেশ উপদেষ্টা বলেন, আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলায় সব লাইট বন্ধ করে দিয়েছি। এই বিদ্যুৎ কোথা থেকে উৎপাদন হয়, কীভাবে হয় তা জানতে হবে। আমরা কেন দিনের বেলায় বিদ্যুৎ অপচয় করব। প্রাকৃতিক আলো থাকার পরেও কেন দিনের বেলায় লাইট জ্বালিয়ে প্রোগ্রাম করব।

ব্যুরো বাংলাদেশের এইচআরডি অ্যান্ড আইসিটি ডিরেক্টর অপারেশনস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারমিনা হোসেনের সভাপতিত্বে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল হক, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, সবুজ পৃথিবীর নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক জস ইংলিস
'বন্ধু' ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি
প্লাস্টিকের উৎপাদন বন্ধ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান
শুক্র ও শনিবারেও পরিবহন সেবা পাবে কুবি শিক্ষার্থীরা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: ৬টি গোডাউন সিলগালা ও জরিমানা
বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা
ভারতে পালানোর সময় বেনাপোলে ভোলার যুবলীগ নেতা আটক
রিপাবলিকান পার্টির 'নতুন তারকা' ইলন মাস্ক: ট্রাম্প
ঢাকায় রাস্তা ও ফুটপাতে দোকান বসানোর নিষেধাজ্ঞা: চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস
যুক্তরাষ্ট্রের নির্বাচনে টানা চতুর্থবার জয় পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী
‘তাপস যদি বিপথগামী হয়েই থাকে তার জন্য শেখ হাসিনা দায়ী’
আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ
ধানমন্ডি থেকে আমির হোসেন আমু গ্রেপ্তার
নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প
জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প
সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
১৭ বছর পর আবারও শুরু হচ্ছে আফ্রো-এশিয়া কাপ
যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই: দেবপ্রিয় ভট্টাচার্য
খোদ ইউনিয়ন পরিষদে বসে মাদক বিক্রি, ইউপি চেয়ারম্যান আটক
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩