অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত
অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের আমন্ত্রণে ‘চায়ের আড্ডায়’ ডাকা ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ছয়জন বিচারপতি প্রধান বিচারপতির আমন্ত্রণে হাজির হয়েছেন। তাদেরকে ছুটিতে পাঠানোর নির্দেশ ইতোমধ্যেই প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন।
এর আগে, সকালে ১২ জন বিচারপতিকে ‘চায়ের আড্ডায়’ আমন্ত্রণ জানান প্রধান বিচারপতি। জানা গেছে, এ ১২ জন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিএনপি সমর্থিত আইনজীবীরা সুপ্রিম কোর্টে অন্তত ৩০ জন বিচারপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন।
আন্দোলনের অংশ হিসেবে তারা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে ৩০ জনের নামসহ একটি অভিযোগ তালিকা জমা দেন। ওই তালিকা থেকেই ১২ জন বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানানো হয়েছিল।
এ ঘটনাকে কেন্দ্র করে দেশের বিচারব্যবস্থায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিরূপণ ও যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে।