মানবতাবিরোধী অপরাধের আসামি ওয়াহিদুল হক করোনায় আক্রান্ত
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মুহাম্মদ ওয়াহিদুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিষয়টি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এক প্রতিবেদনে ট্রাইব্যুনালকে এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৬ ডিসেম্বর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক এ মহাপরিচালকের চিকিৎসা চলছে।
এর পরিপ্রেক্ষিতে ওয়াহিদুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন পিছিয়ে আগামী ৪ এপ্রিল ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ শিমন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিচারপতি কে এম হাফিজুল আলম এ দিন ধার্য করেন। ২০১৯ সালের ১৬ অক্টোবর মুহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
২০১৯ সালের ৪ মার্চ ওয়াহিদুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এর আগের বছর ২০১৮ সালের ৩০ অক্টোবর ওয়াহিদুল হকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।
এমএ/এসএন