করোনায় আক্রান্ত বিচারপতি: সামনে শপথ না কি অবসর

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানসহ চার বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
তবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এ কারণে আজ অন্য তিন বিচারপতি শপথ নিলেও তিনি শপথ নিতে পারেননি।
তিনি পরে শপথ নেবেন। সে কারণে জ্যেষ্ঠতার তালিকায় তার নাম থাকবে আজ শপথ নেয়া তিন বিচারপতির পরে।
তবে আগামী ১৫ ফেব্রুয়ারি অবসরে যাবেন তিনি। কারণ তার আগেরদিন ১৪ ফেব্রুয়ারি তার কর্মজীবনের শেষ দিন। ওইদিন ৬৭ বছর পূর্ণ হবে তার। সংবিধান অনুসারে একজন বিচারপতির বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বিচারকের দায়িত্বে থাকতে পারেন তিনি। অর্থাৎ, এই সময়ের মধ্যে শপথ না নিলে সর্বোচ্চ আদালতের বিচারপতি হওয়ার আগেই অবসরে যাবেন তিনি।
আজ রোববার (৯ জানুয়ারি) আপিল বিভাগের এজলাস কক্ষে নতুন বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান করোনা আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি সুস্থ হলে শপথ নেবেন।’
আজ রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়ার চার বিচারপতির মধ্যে তিন বিচারপতি–বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
এমএ/এসএ/
