সুপ্রিম কোর্টে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কমিটি গঠন
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট বিভাগ) অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের জন্য দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বার্তায় জানানো হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) মো. আবদুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. মিজানুর রহমানকে দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সম্প্রতি সংবর্ধনা নেওয়া অনুষ্ঠানে এ সংক্রান্ত কমিটি করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা দেওয়ার চারদিনের মধ্যে এই কমিটি গঠন করা হলো।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২ জানুয়ারি ওই সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ। আঙ্গুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি।
তিনি সুপ্রিম কোর্টের সব শাখাসমূহের অস্বচ্ছতা, অনিয়ম, অলসতা ও অযোগ্যতাকে নির্মূল করতে যে কোনো পদক্ষেপ গ্রহণে সবাইকে পাশে পাবেন বলে আশা প্রকাশ করেন।
এমএ/এমএমএ/