বিচারকদের সূরা নিসা পড়ে শুনালেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ দেশের সব বিচারকদের উদ্দেশ্যে সূরা নিসার ১৩৫ নম্বর আয়াত পড়ে শুনিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। যেখানে বিচারে সত্য সাক্ষ্য ও পক্ষপাতিত্ব বিষয়ে বলা আছে।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে কুরআনের এই সূরা থেকে পড়ে শোনান নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, ন্যায়বিচার জনগণের কাছে পৌঁছে দেওয়া জনগণের প্রতি দয়া নয় বরং এটি জনগণের সহজাত অধিকার। আমি এই অধিকারকে কেবল সাংবিধানিক অধিকার বলে সাব্যস্ত করতে রাজি নই। ন্যায়বিচারের সৌকর্য এবং আইনের রাজকীয়তা প্রকৃতপক্ষে জনগণের ইচ্ছার প্রতিফলন বটে। সে কারণে দেশের সকল বিজ্ঞ বিচারককে নিরপেক্ষতার সাথে, নির্মোহ হয়ে, নির্ভয়ে ও স্বাধীনভাবে জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সহজাত অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমদের সবার।’
প্রধান বিচারপতি বলেন, ‘আমি মহান গ্রন্থ পবিত্র আল-কোরআনের সূরা নিসা’র ১৩৫ নং আয়াতকে স্মরণ করিয়ে দিতে চাই: ’হে বিশ্বাসীগণ! তোমরা ন্যায়বিচারে অটল থেকো। তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্যে সত্য সাক্ষ্য দেবে। সত্য বলার কারণে যদি তোমরা নিজের ক্ষতি হয় অথবা মা-বাবা বা আত্মীয়ের ক্ষতি হয়, তবুও সত্য সাক্ষ্য দেবে। আর পক্ষদ্বয় বিত্তবান হোক বা বিত্তহীন (সে বিবেচনা না করেই) সত্য সাক্ষ্য দেবে। আল্লাহর প্রাধিকার ওদের সবার ওপরে; লোভ-লালসা বা প্রবৃত্তির অনুগামী হয়ে ন্যায়বিচার থেকে দূরে সরে যেও না। যদি পক্ষপাতিত্ব করে পেঁচানো কথা বলো, সত্যকে বিকৃতি করো বা পাশ কাটিয়ে যাও তবে মনে রেখো, আল্লাহ্ সব কিছুরই খবর রাখেন।’
প্রধান বিচারপতি বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালত ও বাংলাদেশের প্রধান বিচারপতি এই কার্যক্রমে আপনাদের পাশে থাকবে- এই কথা আপনাদেরকে দিতে পারি। আমি দৃঢ়ভাবে আশা পোষণ করি, দেশের সকল বিজ্ঞ আইনজীবী বিচার বিভাগের এই ঐতিহাসিক কর্মযজ্ঞে অগ্রণী ভূমিকা পালন করবেন।’
এমএ/