সোমবার এজলাসে উঠবেন নবনিযুক্ত ১১ বিচারপতি
সোমবার (১ আগস্ট) থেকেই এজলাসে উঠবেন এবং বিচারকার্য পরিচালনা করবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ১১ অতিরিক্ত বিচারপতি। নবনিযুক্ত এই বিচারপতিদের সমন্বয়ে হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ৫৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে প্রধান বিচারপতির স্বাক্ষরে রবিবার (৩১ জুলাই) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (১ আগস্ট) থেকে নবনিযুক্ত ১১ বিচারপতি বিচারিক কাজে অংশগ্রহণ করবেন।
একইদিনে (৩১ জুলাই) এই নবনিযুক্ত বিচারপতিদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির সেক্রেটারি আবদুন নূর দুলাল, সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিকবৃন্দ এবং নবনিযুক্ত বিচারপতিদের আত্মীয় স্বজনরা।
শপথ নেওয়া ১১ বিচারপতি হলেন- জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ, জেলা ও দায়রা জজ ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী একে রবিউল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন ও মো. আলী রেজা।
এমএ/এসআইএইচ