বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

ফিরে দেখা ২০২১

আদালতের মুখোমুখি হয়েছিলেন সাবেক প্রধান বিচারপতিসহ কয়েকজন বিচারক

মহামারি করোনার প্রভাবে বিদায়ী বছর ২০২১ সালে সারাদেশের সব আদালতে বিচারিক কার্যক্রম চলেছিল ঢিমেতালে। আদালতে বিচারিক কার্যক্রম কখনও চলেছে সশরীরে, আবার কখনও অন্তরালে। এর মধ্যেও বিচারাঙ্গণের সর্বোচ্চ আসনে থাকা সাবেক এক প্রধান বিচারপতিসহ বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন বিচারক নিজেই আদালতের মুখোমুখি হয়েছিলেন।

বিচারকদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিন্হার বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়েছিল নিম্ন আদলত। আবার নিম্ন আদালতের বেশ কয়েকজন বিচারককে তলব করেছিল উচ্চ আদালত। এমনকি দেশের সর্বোচ্চ আদালতেরও মুখোমুখি হয়েছিলেন নিম্ন আদালতের এক বিচারক।

দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধান বিচারপতি
বিদায়ী বছর দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিন্হাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত। গত ৯ নভেম্বর এই রায় দেয় আদালত। পাশাপাশি ৪৫ লাখ টাকা জরিমানাও করা হয় আদালতের দৃষ্টিতে পলাতক সাবেক এই প্রধান বিচারপতির। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম দেশের বিচারাঙ্গণের সর্বোচ্চ আসন প্রধান বিচারপতির পদে থাকা সাবেক এই বিচারপতির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হাকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ৭ বছর এবং দুর্নীতি দমন আইনে ৪ বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই রায়ে আদালত পর্যবেক্ষণে বলেছে, ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের নীতিমালা অনুসরণ করা হয়নি।

২০১৯ সালের ১০ জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। ওই বছরের ১০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ আদালতে অভিযোগপত্র জমা দেন।

দুদক সূত্রে জানা গেছে, তারা ফার্মার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে দুই ব্যবসায়ী শাহজাহান ও নিরঞ্জনের ভুয়া নথি ব্যবহার করে ৪ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে। পরবর্তীতে আত্মসাৎ করা টাকা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়।

যে বিচারকের ক্ষমতা রহিত করেছিলেন প্রধান বিচারপতি
রাজধানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় দেওয়া রায়ের পর্যবেক্ষণকে ঘিরে ওঠা বিতর্কের মধ্যে ওই বিচারকের বিচারিক এখতিয়ার রহিত করেন প্রধান বিচারপতি। ওই বিচারক মোছা. কামরুন্নাহার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক হিসেবে রেইনট্রি হোটেলে ধর্ষণের মামলায় সব আসামিকে খালাস দিয়েছিলেন।

খালাস পাওয়া পাঁচ আসামি হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে শাফাত আহমেদ, শাফাত আহমেদের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, শাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন।

গত ১১ নভেম্বর ওই রায় দেন বিচারক। রায়ে দেওয়া পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে ওঠা সমালোচনার মধ্যে বিচারিক ক্ষমতা হারান তিনি।

বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, ধর্ষণ প্রমাণে ৭২ ঘণ্টার মধ্যে ফরেনসিক পরীক্ষা করার বাধ্যবাধকতার যুক্তি দিয়ে ওই সময়ের পর মামলা না নিতে পর্যবেক্ষণ দেন তিনি। এই নিয়ে ওঠা সমালোচনার মুখে প্রধান বিচারপতি বিচারক কামরুন্নাহারের বিচারিক এখতিয়ার রহিত করা হয়। পরে তাকে আদালত থেকে সরিয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এরপর দুই বছর আগের একটি ধর্ষণ মামলার আসামিকে জামিন দেওয়া নিয়ে আপিল বিভাগে কামরুন্নাহারকে তলব করে আগে দেওয়া একটি আদেশের বিষয় সর্বোচ্চ আদালতের নজরে আসে। বিষয়টি গত ১৫ নভেম্বর আপিল বিভাগের কার্যতালিকায় আসে।

আপিল বিভাগের স্থগিতাদেশ থাকার পরও আসলাম শিকদার নামে এক আসামিকে গত বছরের ২ মার্চ জামিন দিয়েছিলেন বিচারক কামরুন্নাহার। কোন এখতিয়ার বা ক্ষমতাবলে ওই আসামিকে জামিন দিয়েছিলেন সে ব্যাখ্যা জানতে তখন আপিল বিভাগে তলব করা হয় কামরুন্নাহারকে। ওই তলবাদেশের ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর বিষয়টি কার্যতালিকায় এলে আপিল বেঞ্চে সশরীরে হাজিরা দেন বিচারক কামরুন্নাহার।

চিত্রনায়িকা পরীমণিকে দফায় দফায় রিমান্ডে পাঠানোর পর উচ্চ আদালতে ক্ষমা চেয়েছিলেন দুই বিচারক মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর করা নিম্ন আদালতের দুই বিচারক হাইকোর্টে ক্ষমা চেয়েছিলেন। এর আগে উচ্চ আদালতের নির্দেশনা না মেনে মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে দফায় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে বিচারকের ব্যাখ্যা দিতে নথি ও তদন্ত কর্মকর্তাকে তলব করে হাইকোর্ট।

এর আগে গত ২৯ আগস্ট হাইকোর্টে স্ব-প্রণোদিত আদেশের আর্জি জানানো হয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন এ আবেদন করেন। এরপর ২ সেপ্টেম্বর একই বেঞ্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিকে দফায় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে বিচারিক আদালতের ব্যাখ্যা ও নথি (কেসডকেট সিডিসহ) তলব করেন হাইকোর্ট। আদেশে দুই তদন্ত কর্মকর্তাকে ১৫ সেপ্টেম্বর সশরীরে উপস্থিত হতে বলা হয়। এছাড়া তিন দফায় রিমান্ডের আদেশ দেওয়ায় সংশ্লিষ্ট বিচারকের কাছে ব্যাখ্যাও চায় উচ্চ আদালত।

রিমান্ডে নির্যাতিতের জবানবন্দি গ্রহণ: বিচারককে হাইকোর্টে তলব
হত্যা মামলার আসামি মো. ফরহাদ হোসেন ওরফে খলু রিমান্ডে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। তার জবানবন্দি রেকর্ডের বিষয়ে হাইকোর্টে দেওয়া লিখিত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় চাঁদপুরের সাবেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মো. নূরে আলমকে তলব করেছিল হাইকোর্ট। গত নভেম্বরে এই আদেশ দেয় উচ্চ আদালত।

জানা গেছে লিখিত ব্যাখ্যায় নূরে আলম বলেছেন, তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তিনি ভুল করেছেন। তিনি আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তার ব্যাখ্যা সন্তোষজনক মনে করেনি আদালত। সেজন্য ওই বিচারককে তলব করেছ উচ্চ আদালত।

হাইকোর্টের আদেশ লঙ্ঘন: চট্টগ্রামের এক বিচারককে তলব হাইকোর্টের আদেশ লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের ৩য় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক সরকার কবির উদ্দিনকে তলব করেছিল উচ্চ আদালত। বিদায়ী বছর ২০২১ সালের শুরুর দিকে গত ১ ফেব্রুয়ারি ওই তলব আদেশ দেয় হাইকোর্ট।

জানা গেছে, উচ্চ আদালতের আদেশ লংঘনের অভিযোগে আদালত অবমাননার রুল জারি করে চট্টগ্রামের ৩য় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক সরকার কবির উদ্দিনকে তলব করেছিল আদালত।

এমএ/এএন

Header Ad
Header Ad

উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ

ছবিঃ সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে সব পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় এ ঘোষণা দেওয়া হয়।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (বাপেওএ) রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা নোটিশে ও কোনো আনুষ্ঠানিক চিঠি ছাড়া সওজ বিভাগ আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে পেট্রোল পাম্প মালিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স মেনে এবং নিয়মিত রাজস্ব প্রদান করে ব্যবসা পরিচালনা করে আসছি। অথচ এমন আকস্মিক উচ্ছেদ অভিযান অতীতে কখনো দেখা যায়নি। এতে ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ ও ভীতি সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের এই ধর্মঘট সফল করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

Header Ad
Header Ad

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  

ছবিঃ সংগৃহীত

টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার। বেলা ১২টার দিকে তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরুব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটি।

ছয় দিনের প্রথম পর্বের ইজতেমার প্রথম ধাপ ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। আর প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয় ৩ ফেব্রুয়ারি থেকে। আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে।

তাবলিগ জামাতের দেশি-বিদেশি শীর্ষ মুরুব্বি ও আলেমগণ মুসল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় গুরুত্বপূর্ণ বয়ান করছেন। তারা নফল নামাজ, তাসবিহ্, তাহলিল, জিকির-আসকরের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন অতিবাহিত করেন।

মঙ্গলবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া। সকাল পৌনে ১০টায় বয়ান মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সঙ্গে আলোচনা করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। পরে মাদ্রাসা ছাত্রদের ত্বলাবাদের সঙ্গে কথা বলেন পাকিস্তানের মাওলানা ফরীদ আহমেদ। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ঈসমাইল গোদরা। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

 

Header Ad
Header Ad

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) লাইভে বক্তব্য রাখতে যাচ্ছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতে অবস্থানকালে এই বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, "শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।"

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, "এই বক্তব্য প্রচার বাংলাদেশের জনগণের পক্ষে বিপজ্জনক হতে পারে।"

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আরও এক স্ট্যাটাসে বলা হয়েছে, "যেসব মিডিয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের সাহস দেখাবে, তাদেরকে জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করা হবে।"

এই পরিস্থিতি রাজনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে এবং বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন  
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার  
জাবিতে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা  
মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগও বিলুপ্ত হবে : সলিমুল্লাহ খান
ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ ৮ বুয়েট শিক্ষার্থী আজীবন বহিষ্কার  
জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক
নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা
৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া
ক্যাম্পাসের মসজিদে কোরআন পুড়িয়েছে রাবি ছাত্র, জানা গেল পরিচয়
মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় মূল সন্দেহভাজন আটক
পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন
বৃহস্পতিবার থেকে রাজধানীতে ২১ কোম্পানির বাস চলবে টিকিট-কাউন্টার ভিত্তিতে
পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর