লঞ্চে আগুন: ঢাকায় নৌ আদালতে আরেকটি মামলা
ছবি : সংগৃহীত
লঞ্চে আগুন লাগার ঘটনায় বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার পর রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নৌপরিবহন অধিদপ্তরে অবস্থিত নৌ আদালতে আরেকটি মামলা হয়েছে।
অধিদপ্তরের প্রধান পরিদর্শক মো. শফিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ মামলায় আসামি করা হয়েছে লঞ্চটির চার মালিক মো. হামজালাল শেখ, মো. শামিম আহম্মেদ, মো. রাসেল আাহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি, লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।
অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনী ২০০৫)–এর ৫৬, ৬৬, ৬৯ ও ৭০ ধারায় মামলা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুন লাগে। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক। এ ছাড়া ঢাকা ও বরিশালে চিকিৎসাধীনও রয়েছেন শতাধিক।
এ ঘটনা তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরগুনার মুখ্য মহানগর হাকিম আদালতে রবিবার সকাল নয়টায় ২৫ জনকে আসামি করে মামলা করেছেন বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল ইসলাম নাসির।
আরইউ/এমএমএ/