সরকার আরবিট্ররি সিদ্ধান্ত নিতে পারে না, খালেদা প্রশ্নে আইনমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার কোন আরবিট্ররি সিদ্ধান্ত নিতে পারে না, সরকারকে আইনি সিদ্ধান্ত নিতে হয়।
খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, তার আবেদনের ক্ষেত্রে মানবিক বিবেচনার সুযোগ আছে কি না? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমার কাছে সুপ্রিম কোর্টের বিএনপি-সমর্থিত ১৫ জন আইনজীবী এসেছিলেন। তাদের বক্তব্যের মধ্যে কোথাও আইনি কোনো সাপোর্ট আছে কি না সেটা আমি দেখব এবং সেটা আমি দেখেছি। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে পারি যে, তাদের বক্তব্যের কোনো সমর্থন আমি পাইনি। তারা যে বক্তব্য দিয়েছেন, কোনো আদালত সেটা সাপোর্ট করেনি।’
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীতে মানবাধিকার কমিশনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
বিদেশে যেতে খালেদা জিয়ার আবেদনের প্রায় ৪০ দিন হয়ে গেল-এই বিষয়ে প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আমি খুব শিগগিরই আইন মন্ত্রণালয়ের অভিমত দিয়ে দিব।’
খালেদা জিয়া সাবেক একজন প্রধানমন্ত্রী, তার আবেদনটির ক্ষেত্রে মানবিক বিবেচনার সুযোগ আছে কিনা, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা আইনের দিক দিয়ে দেখতে হবে। তার কারণ হচ্ছে, সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয়, তখন তা আরবিট্ররি নিতে পারে না। বরঞ্চ সরকারকে আইনি সিদ্ধান্ত নিতে হয়।’
‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মন্ত্রী। কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও শিক্ষাসচিব মো. সায়েদুল ইসলাম প্রমূখ।
এমএ/এমএমএ/