সুপ্রিম কোর্ট দিবস আজ
আজ শনিবার (১৮ ডিসেম্বর) ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের উচ্চ আদালত। ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় আদালতের কার্যক্রম। ২০১৭ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছরের ১৮ ডিসেম্বর ‘সুপ্রিম কোর্ট দিবস’ পালনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।
দিবসটি উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতা দেবেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে এই তথ্য জানানো হয়েছে।
মো. আলী আকবর জানান, শনিবার বেলা আড়াইটায় সুপ্রিম কোর্ট অঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক বক্তব্য রাখবেন।
প্রসঙ্গত গত ১০ ডিসেম্বর বিকেলে বঙ্গভবনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালু রাখায় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আগামীতেও এ ধরনের পরিস্থিতিতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে যোগদানের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
এমএ/এসএ/