গ্যাটকো দুর্নীতি: খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে না পারার পরিপ্রেক্ষিতে নতুন এই দিন ধার্য করেন আদালত।
বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ আলী হোসেন নতুন তারিখ নির্ধারণ করে এই আদেশ দেন।
এ সংক্রান্ত আবেদনে খালেদা জিয়ার পক্ষে উল্লেখ করা হয়, বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা নিয়ে গত ১৪ নভেম্বর থেকে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। যে কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
এদিন বিচারিক আদালত আসামি জুলফিকার আলীর জামিন আবেদন খারিজ করেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জুলফিকার আলী মঙ্গলবার (১৫ ডিসেম্বর) আদালতে উপস্থিত হননি।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতে পৃথক আবেদন করেন। আবেদনে খালেদা জিয়ার অনুপস্থিতির অনুমোদন এবং শুনানি স্থগিত চেয়ে আদালতের আদেশ প্রার্থনা করা হয়।
বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এই মামলার বাকি ১০ আসামি বর্তমানে জামিনে আছেন। তারা এদিন আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চার দলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়।
২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন। মামলার ২৪ আসামির মধ্যে ৫ জন ইতোমধ্যে মারা গেছেন এবং মু্ক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে একজনের ফাঁসি কার্যকর হয়।
এমএ/এমএমএ/