বিচারক সংখ্যা দ্বিগুণ করার তাগিদ বিদায়ী প্রধান বিচারপতির
মামলাজট নিরসনে পর্যায়ক্রমে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধান বিচারপতির এজলাস কক্ষে তাকে দেয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই মত প্রকাশ করেন তিনি।
বুধবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রের তিনটি অঙ্গ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কই দেশে গণতন্ত্র বিকশিত করে বলেও মত দেন প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে সৈয়দ মাহমুদ হোসেনকে বিদায়ী সংবর্ধনা জানিয়ে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট বারের সহসভাপতি মুহা. শফিক উল্লা।
প্রসঙ্গত, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাচ্ছেন আগামী ৩১ ডিসেম্বর। আগের দিন ৩০ ডিসেম্বর তার বিচারক জীবনের শেষ কর্মদিবস হলেও ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে অবকাশ। আর অবকাশে বসবে না আপিল বিভাগ।
এ ছাড়া ১৬ থেকে ১৮ ডিসেম্বর সরকারি ছুটি। তাই প্রধান বিচারপতি হিসেবে আজ বুধবারই শেষ কর্মদিবস বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের।
রীতি অনুযায়ী, শেষ কর্মদিবসে প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
এমএ/এসএ/