ডা. বুলবুল হত্যা মামলার প্রতিবেদন ২৭ এপ্রিল
গরিবের চিকিৎসক হিসেবে পরিচিত ডা. আহমেদ মাহি বুলবুলের মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। সোমবার (২৮ মার্চ) এই আদেশ দেন আদালত।
রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ডা. বুলবুল। গতকাল রবিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুল নিহত হন। ছুরিকাঘাতে নিহত হলেও দুর্বৃত্ত চিকিৎসকের কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন নেয়নি। এ ঘটনায় নিহত চিকিৎসকের স্ত্রী শাম্মী আক্তার শান্তি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
আরও পড়ুন: ছেলে হত্যার বিচার চাইলেন ‘গরিবের ডাক্তার’ বুলবুলের মা
পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ডা. বুলবুল রবিবার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার জন্য। বুলবুল তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কি না সেটা এখনো জানা যায়নি।
বুলবুলের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে টাকা-পয়সা, মোবাইল ছিল। সেগুলো সেভাবেই রয়েছে বলেও জানান ডিসি আ স ম মাহাতাব উদ্দিন।
এমএ/এমএমএ/