গাড়িচাপায় নটর ডেম শিক্ষার্থী ও সাংবাদিকের মৃত্যু
পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
ছবি : সংগৃহীত
গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান ও সাংবাদিক কবির খানের মৃত্যুর ঘটনায় তাদের পরিবার প্রতি পাঁচ কোটি করে মোট ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়েছে। রিটে ঢাকার দুই সিটি করপোরেশনকে বিবাদি করা হয়েছে।
সিটি করপোরেশনের ওই গাড়িচাপার ঘটনায় নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিট করা হয়েছে। আইনজীবী ফয়েজ আহমেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সোমবার (১৩ ডিসেম্বর) এই রিট করেন।
প্রসঙ্গত, ২৪ নভেম্বর দুপুর ১২টার দিকে নাঈম গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন। তখন সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাকে চাপা দেয়। সে নটর ডেম কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
তার পর দিন ২৫ নভেম্বর দুপুরে সোনারগাঁ মোড় থেকে পান্থপথে যাওয়ার পথে ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন মোটরসাইকেলের পিছনের আসনে বসা আরোহী আহসান কবির খান। এ সময় অন্যান্য গাড়ির সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়ি সেখানে অপেক্ষা করছিল। সিগন্যাল ছাড়া মাত্রই আহসান কবির খানের মোটরসাইকেল ধাক্কা খেলে তিনি মাটিতে ছিটকে পড়েন। ময়লাবাহী গাড়ির চালক গাড়ি না থামিয়ে তার ওপর দিয়ে চালিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমএ/টিটি