সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনি বাধা নেই
আগামী দুই দিনব্যাপী (১৫ ও ১৬ মার্চ) অনুষ্ঠেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের নির্বাচন স্থগিত চাওয়া রিটের শুনানি ৩ এপ্রিল পর্যন্ত মুলতবি রেখেছেন হাইকোর্ট। ফলে নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠানে আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (১৪ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মুনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মামুন মাহবুব ও রফিকুল ইসলাম তালুকদার রাজা।
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আহমদ বাদল।
আবেদনে নতুন ভোটার তালিকা না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটির সংবিধান লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়।
এদিকে নির্বাচন ঘিরে জমে উঠেছে দুটি প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার-প্রচারণা। এবারের নির্বাচনে আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকিরকে সভাপতি ও মো. আব্দুন নূর দুলালকে সম্পাদক প্রার্থী করে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ঘোষণা করা হয়েছে।
অপরদিকে, বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে আইনজীবী বদরুদ্দোজা বাদলকে সভাপতি ও রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক প্রার্থী করা হয়েছে।
এমএ/আরএ/