অবৈধ অভিবাসী তাড়াতে নতুন বিল পাস যুক্তরাষ্ট্রে
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে আরও কঠোরতা আনতে নতুন একটি বিল পাস করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। ‘দ্য এজেন্স রাউল গঞ্জালেস অফিসার সিকিউরিটি অ্যাক্ট’ নামের এই বিলে বলা হয়েছে, যদি কোনো নথিবিহীন অভিবাসী ইচ্ছাকৃতভাবে অপরাধ করেন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বা সীমান্তরক্ষীদের ওপর হামলা চালান, তাহলে তাদের বিরুদ্ধে গুরুতর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, সীমান্ত এলাকায় দায়িত্বরত কর্মকর্তাদের ফাঁকি দিয়ে প্রবেশের চেষ্টা করলে বা সীমান্তের ১০০ মাইল (১৬১ কিলোমিটার) এলাকার মধ্যে মোটরযান নিয়ে প্রবেশ করলেই ওই অভিবাসীকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
বৃহস্পতিবার বিলটি উত্থাপনের পর ২৬৪ জন প্রতিনিধি এর পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন ১৫৫ জন। এখন এটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।
বিলটি পাসের পর প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেন, “এই বিল একটি দৃঢ় বার্তা দিচ্ছে- যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে এবং আমাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে, তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।”
উল্লেখ্য, ২০২২ সালে টেক্সাস সীমান্তে দায়িত্বপালনের সময় অবৈধ অভিবাসীদের হামলায় নিহত হন মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য রাউল গঞ্জালেস। তার স্মরণে বিলটির নামকরণ করা হয়েছে।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)