শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | ১০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

হোঁচট খেলেন ট্রাম্প: জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে আদালতের স্থগিতাদেশ

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন ওয়াশিংটনের বিচারক জন কফেনর। ট্রাম্পের এই আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই আর নাগরিকত্ব পাওয়া যাবে না।

নতুন নিয়মে শিশুর মা-বাবাকে মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী হতে হবে। তবে আদালত এই আদেশকে অসাংবিধানিক উল্লেখ করে এর কার্যকারিতা আপাতত ১৪ দিনের জন্য স্থগিত করেছেন।

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২২টি রাজ্য, দুটি শহর এবং বেশ কিছু নাগরিক অধিকার সংগঠন মামলা করেছিল। তারা এই আদেশকে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর পরিপন্থী হিসেবে চিহ্নিত করে। এই সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সবাই নাগরিকত্বের অধিকারী। বিচারক কফেনর জানান, কোনো প্রেসিডেন্টের ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করার সুযোগ নেই।

ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার ঘোষণা দিয়েছেন। তার প্রশাসন দাবি করছে, নির্বাহী আদেশটি সংবিধানের সঠিক ব্যাখ্যা প্রদান করে। অন্যদিকে, ট্রাম্পের এই আদেশকে ‘আমেরিকার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ বলে উল্লেখ করেছেন ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল।

এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারকে সহজে বাতিল করা সম্ভব নয়। তবে এই নিয়ে আইনি লড়াই চলতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি দুই আহত  

ছবিঃ সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক দুটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় আহত হয়েছেন দুই বাংলাদেশি যুবক।

শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলার ফুলতলী এবং লেম্বুছড়ি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলী হোসেন (৩৫) এবং মো. রাসেল (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

স্থানীয়রা জানায়, বিস্ফোরণে আহত আলী হোসেন মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। এ সময় তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের ৪৯ নম্বর পিলারে মাঝামাঝি স্থানে মুজিবুর রহমান এর ছেলে মো. রাসেল মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন।

Header Ad
Header Ad

২০ টাকায় মিলছে মেয়েদের মন ও ৫০ টাকায় বউ পিঠা  

ছবিঃ সংগৃহীত

শিক্ষার্থীদের হাতে বানানো দুই শতাধিক পিঠা নিয়ে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে চলছে পিঠা উৎসব। দিনব্যাপী এ মেলায় পিঠার স্বাদ নিতে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে আগতদের বেশিরভাগই ভিড় করছেন ‘মেয়েদের মন ২০ টাকা’, ‘ভালোবাসা ডটকম’ এবং ‘হৃদয় হরণ ও ব্যাকআপ’ পিঠা যে স্টলগুলোতে বিক্রি হচ্ছে সেখানে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় এই পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম. মুশতাকুর রহমান।

শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মো. মতিউরের উপস্থাপনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া।

এছাড়া অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন, গুরুদয়াল সরকারি কলেজের সম্পাদক মো. আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা পিঠার স্টলগুলো একে একে ঘুরে দেখেন।

সরেজমিনে দেখা গেছে, ২৩টি স্টলে পাটিসাপটা, ভাপা পিঠা, নকশি পিঠা, মাংস পুলি, দুধ পুলি, নারকেল পুলি, দুধ চিতই, দুধ পোয়া, ঝাল পোয়া, মাল পোয়া, সেমাই পিঠা, ডিম পিঠা, মাংস-ঝাল পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, জামাই পিঠা, রুট পিঠা, থামি পিঠা, অঙ্কন পিঠা, চিরুনি পিঠা, ঝিনুক পিঠা, দুধ গুগল, বিস্কুট পিঠা, সমুচা পিঠা, ঝিলমিল পিঠা, ডিমের পুডিং, চিকেন চপ, প্রজাপতি পিঠা, চাপটি, টাকি পিঠা, চিতই, ডিম চিতই, দুধের সন্দেশ, ডোবা পিঠা, গোলাপ কাটা পিঠা, পাপড়ি পিঠা, মাংসের পুলি, পায়া পিঠা, শিমফুল পিঠা, অরেঞ্জ জেলি, বেলুনি পিঠা, গোলাপফুল পিঠা, ভ্যানিলা জেলি, মি ডুবা, শল পিঠা, দুধ পলি, সুখ চিতই, মলই পিঠা, বিস্কুট পিঠা, খাল মশলা পিঠা, টমেটো ঝাল পিঠা, কুড়িমুড়ি পিঠা, নারিকেলের চিড়া, মাংসের মশলা পিঠা, এম পিঠা, এহন সুপি পিঠা, মিষ্টি পিঠাসহ মোট ২৩টি স্টলে দুই শতাধিক পিঠার পসরা সাজিয়ে বসেছেন কলেজের শিক্ষার্থীরা। একেকটির স্বাদ একেক রকম।

এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাঙালিয়ানা স্টলে ‘মেয়েদের মন ২০ টাকা’ নামে একটি পিঠা পাওয়া যাচ্ছে। এই পিঠা খেতে এবং দেখতে দর্শনার্থীরা স্টলে ভিড় জমাচ্ছেন।

এ নিয়ে স্টলে থাকা শিক্ষার্থী জয়া বিশ্বাস বলেন, আমাদের স্টলে ব্যতিক্রমী একটি পিঠা রেখেছি, ‘মেয়েদের মন ২০ টাকা’। মূলত এটা দেখতেই মানুষ আমাদের স্টলে ভিড় করছে।

কলেজ শাখা বিএনসিসি প্লাটুনের স্টলেও একই চিত্র। সেখানে ‘হৃদয় হরণ ও ব্যাকআপ’ পিঠার স্বাদ পরখ করতে মানুষের জটলা।

পিঠা উৎসবের বিভিন্ন স্টলে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা পিঠাগুলো নিজেদের হাতেই বানিয়েছেন। আর এতে তাদের মাসহ অন্য পরিচিতজনরা সহযোগিতা করেছেন।

পিঠা উৎসব দেখতে আসা একাধিকজনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা বলেন, পিঠা উৎসবের খবর পেয়ে তারা এসেছেন। আর এসে এমন আয়োজন দেখে মন ভরে গেছে।

এ বিষয়ে গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ আ.ন.ম. মুশতাকুর রহমান গণমাধ্যমকে বলেন, চতুর্থবারের মতো আমরা এবার এই পিঠা উৎসবের আয়োজন করলাম। ২৩টি স্টলে মোট ২১৩ জাতের পিঠা পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, সবগুলো পিঠা শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সহযোগিতায় বানিয়েছে।

Header Ad
Header Ad

গত ৬ মাসে ৮০টি মাজার শরিফে ভাঙচুর, লুটপাট হয়েছে: বিশ্ব সূফী সংস্থা  

ছবিঃ সংগৃহীত

গত ছয় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৮০টির বেশি মাজার শরিফ ও দরবার শরিফে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিশ্ব সূফী সংস্থা নামে একটি সংগঠন। এ সময় সূফী সাধকদের মাজার ও দরবার রক্ষার্থে হামলাকারীদের বিচার ও সূফী স্থাপনার নিরাপত্তা প্রদানের দাবি জানান সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বিশ্ব সূফী সংস্থা’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বিশ্ব সূফী সংস্থার কার্যনির্বাহী সদস্য হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী বলেন, আমাদের দেশে সুদূর আরব ও পারস্য থেকে সূফী ও আওলিয়ায়ে কেরাম এসে ইসলাম প্রচার করেছেন। কিন্তু পরিতাপের বিষয়, যেই সূফীদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম, তাদের দরবার ও মাজার শরীফ ভাঙচুর লুটপাটসহ অনুসারীদের হত্যা করা হচ্ছে এবং নির্মম অত্যাচার ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব সূফী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদী, আফতাব আলম জিলানী, নাছির উদ্দিন চিশতী, মাওলানা তৌহিদুল ইসলাম চিশতি ও ড. আলাউদ্দিন আলন প্রমুখ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি দুই আহত  
২০ টাকায় মিলছে মেয়েদের মন ও ৫০ টাকায় বউ পিঠা  
গত ৬ মাসে ৮০টি মাজার শরিফে ভাঙচুর, লুটপাট হয়েছে: বিশ্ব সূফী সংস্থা  
বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা
মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে : জামায়াত আমির
ঢাবি আইবিএ’র ভর্তি পরীক্ষায় প্রথম রায়ান সাদ আল হক
হোঁচট খেলেন ট্রাম্প: জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে আদালতের স্থগিতাদেশ
ডিএসই’র বাজার মূলধন বাড়ল ৩৬৪৭ কোটি টাকা
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু
ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস
কুয়াশায় ঢেকেছে রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা
গভীর রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক
আরাফাত রহমান কোকোর আজ দশম মৃত্যুবার্ষিকী
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী: ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আহ্বান
ইসলামের আলোকে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ: মাওলানা মামুনুল হক
একসঙ্গে বিয়ের পিড়িতে বসলেন ২০০ সমকামী
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
আওয়ামী লীগ ১০ বছরের মধ্যে ফিরে আসবে: নুরুল হক
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা