যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক
ছবি: সংগৃহীত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার (Birthright Citizenship) বাতিলের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় নারীদের মধ্যে আগাম সন্তান জন্মদানের প্রবণতা বেড়েছে।
নতুন আদেশ অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে। তার আগে সন্তানদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিশ্চিত করতে অনেক ভারতীয় নারী হাসপাতালে সি-সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে ছুটছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে নির্ধারিত সময়ের আগে সন্তান জন্মদানের জন্য ভারতীয় দম্পতিদের মধ্যে একটি অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে। নিউজার্সি ও টেক্সাসের মতো রাজ্যগুলোর মাতৃত্ব কেন্দ্রগুলোতে সি-সেকশনের অগ্রিম বুকিংয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
নিউজার্সির চিকিৎসক এস ডি রামার মতে, ৮-৯ মাসের অন্তঃসত্ত্বা নারীদের অনেকেই আগাম সি-সেকশনের আবেদন জমা দিচ্ছেন। তবে চিকিৎসকরা সময়ের আগেই সন্তান জন্মদানের ঝুঁকি সম্পর্কে সতর্ক করছেন। টেক্সাসের চিকিৎসক ডা. এস জি মুক্কালা জানান, আগাম সি-সেকশনের ফলে শিশুর অপরিণত ফুসফুস, কম ওজন, খাবারের সমস্যা এবং মা ও শিশুর অন্যান্য জটিলতার সম্ভাবনা থাকে।
এই প্রবণতা মূলত ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির প্রেক্ষিতে দেখা গেছে। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না। এজন্য নির্ধারিত সময়ের আগে সন্তান জন্মদানের মাধ্যমে তাদের নাগরিকত্ব নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছেন ভারতীয় অভিবাসীরা।