ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের শপথ: নতুন আমেরিকার সূচনা
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টায় ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথের পর তিনি তার প্রথম ভাষণে ঘোষণা করেন, আমেরিকা একটি নতুন যুগের দিকে পা বাড়াচ্ছে, যেখানে দেশটির স্বর্ণযুগ শুরু হবে।
ট্রাম্প বলেন, "আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ হবে এবং সম্মানিত অবস্থানে পৌঁছাবে। আমি স্পষ্টভাবে বলছি, আমেরিকা হবে আমার প্রথম অগ্রাধিকার।" তিনি দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের এবং জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। এছাড়া, মার্কিন বিচার বিভাগে নৃশংসতা ও অন্যায়ের অবসান ঘটানোর কথা বলেন।
ট্রাম্প তার ভাষণে বাইডেন প্রশাসনের অভিবাসন নীতি ও সীমান্ত রক্ষার দুর্বলতা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "আগের প্রশাসন অপরাধীদের আশ্রয় দিয়েছে, যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে। আমাদের সরকার ঘরের ভেতরের সংকটও সমাধান করতে অক্ষম।"
এছাড়া, তিনি তাঁর সরকারের মূল লক্ষ্য হিসেবে একটি শক্তিশালী, স্বাধীন, ও গর্বিত জাতি গঠনের কথা উল্লেখ করেন এবং ঘোষণা করেন, "আমেরিকার অবনতির যুগ এখন শেষ হচ্ছে।" তিনি প্রতিশ্রুতি দেন, দেশটির প্রতিটি সংকট শক্তি ও মর্যাদার সাথে মোকাবিলা করা হবে।
বিশ্বের সামনে আমেরিকার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি, ট্রাম্প গাজা উপত্যকায় হামাস ও ইসরাইলের মধ্যে ঐতিহাসিক চুক্তির কৃতিত্ব দাবি করেন। তিনি আরও ঘোষণা করেন, মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকার উপসাগর রাখা হবে।
শপথের শেষে ট্রাম্প বলেন, "আমরা যা চাই, তা অর্জন করতে পারি। আমাদের সেরা কাজ হলো অসম্ভব কাজটি করা। আমেরিকাকে কখনও দখল বা ভীত করা যাবে না।" সূত্র: রয়টার্স ও বিবিসি