ইনজুরিতে পড়ে দলের বাইরে থাকা খেলোয়াড় লামিনে ইয়ামালের অভাব আক্রমণভাগে বেশ ভাল ভাবেই অনুভব করল বার্সেলোনা। মৌসুমে একের পর এক ম্যাচে দাপুটে পারফরম্যান্স উপহার দেওয়া দলটি এবার রইল বড্ড অচেনা হয়ে। চেনা আঙিনায় উজ্জীবিত পারফরম্যান্সে তাদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল রেয়াল সোসিয়েদাদ।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল বার্সেলোনা। সান সেবাস্তিয়ানে রোববার রাতে ১-০ গোলে হারল হান্সি ফ্লিকের দল।
সোসিয়েদাদের নায়ক শেরালদো বেকার। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগায় দ্বিতীয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের তৃতীয় হার এটি।
লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে প্রথম ১৬ ম্যাচে ৫৫ গোল করা দল মৌসুমে এই প্রথম কোনো ম্যাচে জালের দেখা পেল না।
শুরুতে সোসিয়েদাদের জালে রবের্ত লেভানদোভস্কি বল পাঠালেও গোল মেলেনি অফসাইডের কারণে। বিস্ময়করভাবে, গোটা ম্যাচে গোলের জন্য বার্সেলোনার ১১ শটের একটিও লক্ষ্যে ছিল না! আর সোসিয়েদাদের ১৪ শটের ৬টি ছিল লক্ষ্যে।
আগেরদিন সংবাদ সম্মেলনে কোচ ফ্লিক ইঙ্গিত দিয়েছিলেন, এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে ইয়ামালকে। ম্যাচ শুরুর আধা ঘণ্টা আগে বার্সেলোনা সামাজিক মাধ্যমে জানায়, চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ডান অ্যাঙ্কেলে চোট পাওয়ায় এখনও অস্বস্তি আছে এই স্প্যানিশ উইঙ্গারের, তাই সোসিয়েদাদের বিপক্ষে পাওয়া যাবে না তাকে।
তার জায়গায় শুরুর একাদশে আক্রমণভাগে লেভানদোভস্কি ও রাফিনিয়ার সঙ্গী হন ফের্মিন লোপেস।
শুরু থেকে পজেশন ধরে রাখায় আধিপত্য করা বার্সেলোনা প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ত্রয়োদশ মিনিটে। ফ্রেংকি ডি ইয়ংয়ের শট প্রতিহত হওয়ার পর ছয় গজ বক্সের বাইরে থেকে জালে পাঠান লেভানদোভস্কি। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
ভিএআর রিপ্লেতে দেখা যায়, লেভানদোভস্কির বুটের সামান্য অংশ অফসাইডে ছিল।
চার মিনিট পর কর্নারে ইনিগো মার্তিনেসের হেড পাসে আরেক ডিফেন্ডার পাউ কুবার্সির হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। ২৯তম মিনিটে ব্রাইস মেন্দেসের ফ্রি-কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্সেলোনা গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া।
৩৩তম মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। সতীর্থের হেড পাসে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দেন বেকার। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হারান মিকেল ওইয়ারসাবাল। বক্সে ভালো পজিশনে বল পেয়ে বাইরে মারেন এই স্প্যানিশ উইঙ্গার।
প্রথমার্ধে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পাওয়া ডি ইয়ংকে দ্বিতীয়ার্ধে আর নামাননি ফ্লিক। বদলি নামেন দানি ওলমো।
৫০তম মিনিটে পেদ্রির ক্রসে দূরের পোস্টে কুবার্সির হেড সামান্য বাইরে দিয়ে যায়। পরের মিনিটে ওইয়ারসাবালের শটে বল একহাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে ব্যবধান বাড়তে দেননি পেনিয়া। ৬৯তম মিনিটে ফের্মিনকে তুলে নামানো হয় আনসু ফাতিকে। শেষদিকে বদলি নামানো হয় গাভি ও পাউ ভিক্তরকে। কিন্তু কিছু করে দেখাতে পারেননি কেউই।
উল্লেখ্য, ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠেছে রেয়াল সোসিয়েদাদ।