যুক্তরাষ্ট্রে তীব্র ঠান্ডা ও শীতকালীন ঝড়ে ৫৫ জনের মৃত্যু
ছবি সংগৃহিত
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভয়াবহ ঠান্ডায় ও শীতকালীন ঝড়ে এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ ঠান্ডা চলবে এ সপ্তাহের শেষ পর্যন্ত। কানাডার মধ্যপশ্চিমাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের দিকে আসছে হিমশীতল বাতাস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান খবরটি জানিয়েছে।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলছে, গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঠান্ডা আবহাওয়ায় যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে কমপক্ষে ৫৫ জন মারা গেছেন। এসময় মেমফিস ও টেনেসির বাসিন্দাদের পানি ফুটিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আর নিউ ইয়র্ক শহরের বাসিন্দাদের সতর্ক করে জানানো হয়েছে, এই সপ্তাহান্তে রাস্তাগুলো বিপজ্জনক বরফে ঢেকে যেতে পারে।
এদিকে শুক্রবার (১৯ জানুয়ারি) নিউইয়র্ক সিটি, বাল্টিমোর এবং ওয়াশিংটন ডিসিতে পূর্বাভাসের চেয়ে ভারী তুষারপাত হয়েছে। পাশাপাশি সেখানে যোগ হয়েছে হাড় কাঁপানো ঠান্ডা, প্রচণ্ড তুষারপাত, বরফ ঝড়, ফ্রিজিং রেইন এবং তীব্র বাতাস, যা গত দুই সপ্তাহ ধরে চলছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যানুসারে, আগামী সপ্তাহের আগে এ পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে যে ৫৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ হাইপোথার্মিয়া এবং সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শীতকালীন এমন বিরূপ আবহাওয়ায় শুধুমাত্র টিনাসে ১৯ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রয়েছেন ২৫ বছর বয়সী এক যুবক। তাকে একটি অস্থায়ী বাড়ির মেঝেতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ির স্পেস হিটারটি উল্টে বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে এরপর ঠান্ডায় জমে তিনি মারা যান।
তীব্র ঠান্ডার কারণে মেম্ফিসের পানির অনেক পাইপ ভেঙে গেছে। যার কারণে সেখানে পানির চাপ পড়েছে। শুক্রবার লাইট, গ্যাস ও পানি কর্তৃপক্ষ তাদের ৪ লাখ গ্রাহকের সবাইকে পানি ফুটিয়ে পান করার আহ্বান জানিয়েছে। এমনকি দাঁত ব্রাশের জন্য ফোটানো পানি ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা। পানি ফোটানো সম্ভব না হলে, বোতলজাত পানি ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।