ওপেনএআই থেকে চাকরিচ্যুত স্যাম অল্টম্যান যোগ দিচ্ছেন মাইক্রোসফটে
ছবি: সংগৃহীত
গত ১৭ নভেম্বর চ্যাটজিপিটি তৈরি করা সংস্থা ওপেনএআই-এর সিইও পদ থেকে সম্প্রতি সরানো হয়েছে স্যাম অল্টম্যানকে। এবার তাকেই নিয়োগ করল মাইক্রোসফট। আজ এই ঘোষণা দিয়েছেন মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা।
এদিকে শুধু স্যাম অল্টম্যান নয়, ওপেনএইয়ের বোর্ড সদস্য গ্রেগ ব্রকম্যানকেও নিয়োগ করছে মাইক্রোসফট। জানা গেছে, মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার সঙ্গে সম্পৃক্ত থাকবেন অল্টম্যান ও ব্রকম্যান।
এর আগে গত সপ্তাহে অল্টম্যানকে ওপেনএআইয়ের সিইও পদ থেকে অপসারণ করার পরও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সত্য নাদেলা। উল্লেখ্য, ওপেনএআইয়ের অন্যতম বড় বিনিয়োগকারী হল সত্য নাদেলার মাইক্রোসফট।
এই আবহে অল্টম্যানের অপসারণের পর নাদেলা সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছিলেন, 'আমাদের উদ্ভাবনী পরিকল্পনাকে বাস্তবায়িত করতে এবং নতুন পণ্য তৈরির রোডম্যাপ প্রদানের জন্য যা কিছু প্রয়োজন, তা আমরা ওপেনএআই থেকে পাব। এর জন্য ওপেনএআইয়ের সঙ্গে আমাদের একটি দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। আমাদের অংশীদারত্ব এবং মীরা (অন্তর্বর্তী সিইও মীরা মুরাতি) ও তার দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমরা। আমরা একসঙ্গে কাজ করব এবং প্রযুক্তিগত দিক থেকে বিশ্বকে অর্থপূর্ণভাবে সাহায্য করতে থাকব।'
এর আগে গত ১৭ নভেম্বর ওপেনএআইয়ের সিইও পদ থেকে সরানো হয় স্যাম অল্টম্যানকে। এছাড়াও চ্যাটজিপিটির সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানকে ওপেনএআই বোর্ড সভাপতি পদ থেকে অপসারিত করার প্রস্তাব পাশ হয়। তবে বোর্ড সিদ্ধান্ত নেয়, প্রতিষ্ঠানে তিনি থাকবেন। নতুন সিইও-র অধীনে তিনি কাজ করবেন।
এরপর নিজে থেকেই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট পদ ছাড়েন ব্রকম্যান। অন্যদিকে অল্টম্যানের জায়গায় অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয় সংস্থার চিফ টেকনোলজিক্যাল অফিসার মীরা মুরাতিকে।
প্রসঙ্গত, ৩৮ বছর বয়সি অল্টম্যান খুব অল্প সময়ের মধ্যেই গোটা বিশ্বে পরিচিতি লাভ করেছিলেন চ্যাটজিপিটির দৌলতে। তার সংস্থার তৈরি এই এআই চ্যাটবক্স অবাক করা সব কাজ করে দেখিয়েছে বিগত এক বছরে। কবিতা লেখা থেকে শুরু করে গল্প লেখা বা আবেদনপত্র লিখে দেওয়া, পরীক্ষার প্রশ্নের জবাব দেওয়ার মতো কাজ সেকেন্ডে করে ফেলে এই চ্যাটবক্স।
এদিকে পদ খুইয়ে এক্স-এ মুখ খোলেন অল্টম্যান। সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, 'ওপেনএআইতে কাজ করার সময়টা আমার দুর্দান্ত কেটেছে। ব্যক্তিগতভাবে এটা খুব অনন্য এক অভিজ্ঞতা ছিল। আমার সবকিছু বদলে গিয়েছিল। এবং আশা করছি এই পৃথিবীরও কিছুটা এতে বদলেছে। এত জ্ঞানী-গুণী মানুষের সঙ্গে কাজ করতে আমার খুবই ভালো লেগেছে।'
এরই মাঝে আজকে জল্পনা তৈরি হয় যে ওপেনএআইয়ে ফিরতে পারেন অল্টম্যান। আর তার মাঝেই সত্য নাদেলা ঘোষণা করলেন, অল্টম্যান এবং ব্রকম্যান মাইক্রোসফটে যোগ দেবেন।