ভালোবাসা দিবস রাঙাবে আমেরিকার ৪১৭ টন ফুল
এবারের বিশ্ব ভালোবাসা দিবসে পুরো ইউরোপজুড়ে ৪১৭ টনেরও বেশি ফুল পৌঁছে দেবে দ্য আমেরিকান এয়ারলাইসের কার্গো বিমানগুলো। গত বছরের তুলনায় এবার অর্ধেকের বেশি ফুল ইউরোপের বাইরে পৌঁছানো হবে বলে জানিয়েছে মার্কিন বিমান সংস্থা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ‘কার্গো বিমানে ট্র্যাকিং নেটওয়ার্কের মাধ্যমে ডাচ টিউলিপ ও গোলাপগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, লন্ডনের হিথ্রো ও প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে।’
আমেরিকান এয়ারলাইনস কার্গো’র বিপণন বিভাগের পরিচালক এমা অলিভার বলেছেন, ‘এক বছর পর আবার এই সময়ে সর্বত্র ফুল পৌঁছাতে পারা এক অন্যরকম উত্তেজনার ও ভালোবাসার। আমরা আমাদের ক্রেতা ও বিশ্বব্যাপী যারা ভালোবাসা দিবস পালন করবেন তাদের জন্য ফুল পরিবহনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি।’
দ্য আমেরিকান কুরিয়ারটি ইকুয়েডর, কলম্বিয়া থেকে ফুল পরিবহন করে। দেশগুলো থেকে সুগন্ধি ফুলগুলো নিয়ে আসে তারা। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের গোলাপের ৭০ শতাংশের বেশি আসে ইকুয়েডর ও কলম্বিয়া থেকে। ভালোবাসা দিবসে এই দেশ দুটি থেকে তারা ৯০ শতাংশের বেশি গোলাপ নিয়ে আসে।
ফ্লোরিডা, ক্যারিবিয়ান ও লাতিন আমেরিকা বিভাগের আমেরিকান এয়ারলাইনস কার্গোর বিক্রয় বিভাগের পরিচালক লরেনা সানডোভাল বলেছেন, ‘ফুল খুবই মূল্যবান। এটি নির্ধারিত ও সুসম্পন্ন পরিবেশে বহন এবং পৌঁছাতে হয়, যাতে আমাদের ক্রেতারা খুশি থাকেন। আমাদের কর্মীরা অত্যন্ত যত্ন সহকারে প্যাকেজিং করেন। ফুলগুলো ভালোভাবে আনা-নেওয়া করেন যাতে খামার থেকে যেভাবে ফুলগুলো বেরিয়েছে নিজেদের গন্তব্যে তেমন সুন্দরভাবে পৌঁছাতে পারে।’
বিমান পরিবহন কোম্পানিটি জানিয়েছে, সারা বছর ফুল পরিবহন করলেও ভালোবাসা দিবসে তাদের ফুল নিয়ে প্রচণ্ড ব্যস্ততা থাকে। বসন্তকাল টিউলিপ ও ড্যাফোডিল ফুলের সেরা সময়। এসময় তারা ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র ও এশিয়ার উদ্দেশে বেরিয়ে পড়ে।
ওএফএস/