শিরোপা উদযাপনের সময় আর্জেন্টিনায় ২ জনের মৃত্যু
হরিষে বিষাদ। বিশ্বকাপ জেতায় গোটা আর্জেন্টিনায় চলছে উৎসব। মেসিদের ঘিরে উন্মাদনায় ব্যস্ত সমর্থকরা। এর মধ্যেই মর্মান্তিক খবর। উদযাপনের সময় পুলিশ-জনতা সংঘর্ষে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভিক্টরি প্যারেড ওবেলিস্ক স্মৃতিস্তম্ভে হাজির হয়েছিল কয়েক লাখ মানুষ। বিশৃঙ্খলারোধে পুলিশ হয় তৎপর। তখনই শুরু হয় সংঘর্ষ।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকালের দিকে দেশে ফেরে আর্জেন্টিনা ফুটবল দল। তখন আর্জেন্টিনায় গভীর রাত। তখনই মেসিদের একনজর দেখার জন্য রাস্তায় নেমে আসে কয়েক লাখ সমর্থক। পরদিন দুপুরের দিকে ছাদখোলা বাসে আবার বেরিয়ে পড়েন মেসিরা। মেসিদের চারপাশে তখন জনসমুদ্র। ভক্তরা নেচে-গেয়ে অভিবাদন জানাতে থাকেন বিশ্বকাপজয়ী বীরদের।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই প্যারেডে অংশ নেয় প্রায় ৫০ লাখ মানুষ। রাস্তায় তিল ধারণের ঠাঁই ছিল না। রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে উঠে মেসি-ডি মারিয়াদের স্পর্শ করার চেষ্টা করেন অনেকে।
আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তির বয়স ২৪ বছর। মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মারা যান ফার্নান্দেজ নামের যুবক। পুলিশ জানিয়েছে, প্লাজা সান মার্টিন এলাকায় উদযাপনের সময় ৫ বছর বয়সী এক শিশুর মাথায় মার্বেল পাথরের টাইলস ভেঙে পড়ে। শিশুটি হাসপাতালে কোমায় রয়েছে।
এসজি