চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ আইএমএফ থেকে ২৩৯ কোটি ডলার কিস্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে। এই অর্থছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধি দল চলতি এপ্রিল মাসে ঢাকায় আসবে। এই সফরের মাধ্যমে তারা ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের জন্য বাংলাদেশের বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আইএমএফের প্রতিনিধি দল আগামী ৫ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। তারা ৬ এপ্রিল থেকে শুরু করে টানা দুই সপ্তাহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে। সফরকালে আইএমএফের দলটি অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে। বৈঠক শেষে ১৭ এপ্রিল একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। আইএমএফের দলটি ৬ এবং ১৭ এপ্রিল অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে আলাদা বৈঠক করবে।
২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে বাংলাদেশ ঋণ কর্মসূচি শুরু করে। এরপর তিনটি কিস্তির অর্থ ইতোমধ্যে পেয়েছে বাংলাদেশ। প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি পেয়েছিল বাংলাদেশ, পরবর্তীতে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার ২০২৩ সালের ডিসেম্বরে এবং তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার ২০২৪ সালের জুনে পেয়েছে। মোট ২৩১ কোটি ডলার বাংলাদেশ ইতোমধ্যে পেয়েছে। এখন চতুর্থ ও পঞ্চম কিস্তির ২৩৯ কোটি ডলার বাকি রয়েছে। সরকারের আশা, আগামী জুন মাসে দুটি কিস্তির অর্থ একসঙ্গে ছাড় হবে।
অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজেট সহায়তা হিসেবে আইএমএফ ঋণ প্রয়োজন। এরই মধ্যে বাংলাদেশ সরকার এবং আইএমএফ যৌথভাবে ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্ধারিত দুটি কিস্তি একসঙ্গে ছাড়ের বিষয়ে সম্মত হয়েছে।
তবে আইএমএফের ঋণের দুটি কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের জন্য বাংলাদেশের সামনে তিনটি মূল বাধা রয়েছে। এসব বাধা হলো: মুদ্রা বিনিময় হারকে বাজারভিত্তিক করা, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.৫ শতাংশ বাড়তি রাজস্ব আদায় এবং এনবিআরের রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করা।
বাংলাদেশ পক্ষ থেকে আইএমএফকে জানানো হয়েছে যে, শিগগিরই এসব শর্ত বাস্তবায়ন করা হবে। তবে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করার পদক্ষেপ ছাড়া বাকি দুটির বিষয়ে বিশেষ অগ্রগতি দেখা যায়নি।
বর্তমানে ক্রলিং পেগ পদ্ধতিতে মুদ্রা বিনিময় হার নির্ধারণ করা হচ্ছে, যার ফলে ডলারের দাম খুব বেশি বাড়ানোর সুযোগ নেই। এই পদ্ধতিতে ডলারের দাম বর্তমানে ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে।