নতুন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস
ইউরোপের বৃহত্তম অর্থনীতির নেতৃত্ব থেকে ১৬ বছর পর বিদায় নিলেন এঙ্গেলা মেরকেল। জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগ এসপিডি দলের ওলাফ শলৎসকে চ্যান্সেলর নির্বাচিত করেছে। তার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
বুন্ডেসটাগ সকালে গোপন ব্যালটের মাধ্যমে ভোটদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। শলৎসের চ্যান্সেলর হওয়া নিয়ে কোনো বিতর্কও হয়নি।
বুন্ডেসটাগ প্রেসিডেন্ট ব্যারবেল বাস ভোটের সূচনা করেন। ৩৯৫টি ভোট পান শলৎস। তবে ভোটের হিসাবে দেখা যাচ্ছে ‘ট্রাফিক লাইট কোয়ালিশন’, অর্থাৎ এসপিডি-এফডিপি-গ্রিনের এই জোটের সব সদস্য শলৎসকে ভোট দেননি। তাদের সবার ভোট পেলে শলৎসের ভোট সংখ্যা হওয়ার কথা ৪১৬। শলৎসের বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি।
এক টুইটে শলৎস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণে বুন্ডেসটাগের প্রেসিডেন্টের আহ্বানে তিনি সম্মত হয়েছেন।
সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে শলৎসের মধ্যবামপন্থী এসপিডি সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে এবং দুই মাসের দীর্ঘ আলোচনার পর পরিবেশবাদী গ্রিনস এবং নব্যউদারপন্থী এফডিপির সঙ্গে জোট গঠনের চুক্তি করে।
ভোটের পর শলৎস জার্মান প্রেসিডেন্টের প্রাসাদে যান, সেখানে প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার তার হাতে চ্যান্সেলর নিয়োগের আনুষ্ঠানিক পত্র তুলে দেন। এরপর শলৎস আবার বুন্ডেসটাগে ফিরে আসেন এবং সেখানে শপথ গ্রহণ করেন।
এরপর নতুন চ্যান্সেলর তার মন্ত্রিসভা ঘোষণা করবেন এবং নতুন মন্ত্রীরাও প্রেসিডেন্টের প্রাসাদে গিয়ে নিয়োগপত্র গ্রহণ করবেন।
নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাতজন আসছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচজন গ্রিন পার্টি এবং চার জন এফডিপি থেকে। দিনের বিভিন্ন সময় মেরকেলের মন্ত্রীরা শলৎসের মন্ত্রীদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
মেরকেলের অধীনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা শলৎস তার দায়িত্ব তুলে দেবেন নতুন অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনারের হাতে।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বুধবার নতুন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে জানিয়েছেন, ইউরোপের ভবিষ্যৎ গঠনে দুই দেশ একসঙ্গে কাজ করবে। শলৎসকে স্বাগত জানিয়ে লেখা এক টুইটে মাখোঁ বলেন, ‘আমরা ফরাসিদের জন্য, জার্মানদের জন্য, ইউরোপীয়দের জন্য, একসঙ্গে পরবর্তী অধ্যায় লিখব।’
বিদায়ী চ্যান্সেলর মেরকেলকেও ধন্যবাদ জানিয়েছেন মাখোঁ। বলেছেন, ‘ইতিহাসের পাঠ কখনোই ভুলবো না। আমাদের জন্য, আমাদের সঙ্গে নিয়ে ইউরোপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করার জন্য।’
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লাইয়েন বলেছেন, তিনি শলৎসের সাথে কাজ করতে উন্মুখ। উরসুলা ফন ডের লাইয়েন নিজে মেরকেলের সিডিইউর একজন সদস্য। এক টুইটে তিনি বলেন, ‘আমি আপনার শুভসূচনা কামনা করছি এবং একটি শক্তিশালী ইউরোপের জন্য আরও আস্থাপূর্ণ সহযোগিতার জন্য অপেক্ষা করছি।’
এসএ/