গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠক

ছবিঃ সংগৃহীত
গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার প্রচেষ্টা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ফোনালাপ হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছে আমিরাত ভিত্তিক বার্তাসংস্থা ওয়াম। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সঙ্গে ফোনকলে গাজার অধিবাসীদের জন্য ত্রাণ সহায়তা নিশ্চিতের ওপর জোর দিয়েছেন আল নাহিয়ান। এছাড়া, স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন তিনি।
গাজা সংকট সমাধানে ফেব্রুয়ারি মাসে এক বিস্ফোরক প্রস্তাব নিয়ে আসেন ট্রাম্প। ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করে সেখানে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর পরিকল্পনা প্রকাশ করেন তিনি।
তবে এই প্রস্তাবের বিরোধিতা করে বিবৃতি দেয় আমিরাতসহ আরব দেশগুলো। গাজা পুনর্গঠনে বিকল্প এক পরিকল্পনা নিয়ে সামনে আসে মিসর। ৫৩ বিলিয়ন ডলারের এই প্রকল্পে গাজাবাসীদের উৎখাতের প্রয়োজন হবে না বলে দাবি করা হয়। আমিরাতসহ আরব দেশগুলো এই প্রস্তাব অনুমোদন করেছে।
ট্রাম্প ও আল নাহিয়ানের ফোনালাপে গাজা পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে কিনা, ওয়ামের প্রতিবেদনে সেটা নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আমিরাতসহ একাধিক আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছিল।
