আসাদের পতনের পর পুতিন ও আল-শারার প্রথম ফোনালাপ
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবিঃ ঢাকাপ্রকাশ
গত বছর দামেস্কে মস্কোর মিত্র বাশার আল-আসাদ পতনের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারা তাদের প্রথম ফোনালাপ করেছেন। ক্রেমলিন বুধবার এ তথ্য জানিয়েছে।
মস্কো যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় তার দুটি সামরিক ঘাঁটি রক্ষা করতে আগ্রহী, যেগুলো আসাদ বিদ্রোহীদের হাতে ক্ষমতা হারানোর পর দুর্বল হয়ে পড়েছিল। পাশাপাশি দেশটিতে ক্ষমতার পালাবদলে রাশিয়ার পররাষ্ট্রনীতি বড় ধাক্কা খেয়েছে।
ক্রেমলিন দুই নেতার ফোনালাপের বিষয়ে বলেছে, ‘ভ্লাদিমির পুতিন আহমেদ আল-শারাকে সিরিয়ার জনগণের স্বার্থে দেশের নতুন নেতৃত্বের সামনে আসা চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য কামনা করেছেন। রাশিয়ার পক্ষ থেকে সিরিয়া রাষ্ট্রের একতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তার (পুতিন) নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।’
২০১৫ সালে সিরিয়ায় গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে আসাদকে ক্ষমতায় রাখার জন্য রাশিয়া দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল। গত ডিসেম্বরে বিদ্রোহীরা হঠাৎ আক্রমণ করে দামেস্কের দখল নিলে রাশিয়া আসাদকে রাজনৈতিক আশ্রয় দেয়, যা সিরিয়ার নতুন শাসকদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
সিরিয়ার নতুন নেতৃত্ব গত মাসে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার সময় মস্কোকে ‘পূর্ববর্তী ভুলগুলো সংশোধন করার’ আহ্বান জানিয়েছিলেন। সেখানে তারা বলেছিলেন, এই আলোচনায় ‘আসাদ সরকারের বর্বর যুদ্ধ’ সম্পর্কে কথা হয়েছে।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)