মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২১ মাঘ ১৪৩১
Dhaka Prokash

সিরিয়ায় নির্বাচন হতে লাগবে আরও ৪-৫ বছর: অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ছবি: সংগৃহীত

সিরিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে অন্তত চার থেকে পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তিনি বলেছেন, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো পুনর্গঠন ও প্রশাসনিক প্রস্তুতির জন্য এ দীর্ঘ সময় লাগতে পারে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সিরিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট শারা বলেন, “আমার ধারণা, নির্বাচন আয়োজন করতে কমপক্ষে চার থেকে পাঁচ বছর লাগবে। কারণ, এ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে দেশের বিশাল অবকাঠামো পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। যা সময়সাপেক্ষ।”

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য জনগণের হালনাগাদ তথ্য সংগ্রহ করা জরুরি। সঠিক তথ্য ছাড়া কোনো নির্বাচন হলে তা বিতর্কিত হতে পারে।

শারা জানান, অন্তর্বর্তী সরকারের অধীনে সিরিয়ায় আন্তর্জাতিক আইন-কানুন জারি করা হবে এবং সেসবের ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “সিরিয়া শেষ পর্যন্ত একজন নির্বাচিত প্রেসিডেন্ট ও তার নেতৃত্বাধীন সরকারের অধীনে পরিচালিত হবে।” তবে নির্দিষ্ট কোনো আন্তর্জাতিক নিয়মের ভিত্তিতে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না, তা তিনি পরিষ্কার করেননি।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার ফলে শারা বর্তমানে অন্তর্বর্তী আইন পরিষদ গঠনের ক্ষমতা পেয়েছেন, যা চলাকালীন সময়ে সিরিয়ার সংবিধান স্থগিত থাকবে।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জাতীয় সম্মেলনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা হবে। এ লক্ষ্যে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আলোচনা করার জন্য একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হবে, যারা জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন বলে বিবেচিত হবেন, তাদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।

সিরিয়ার গুরুত্বপূর্ণ সমস্যা ও ভবিষ্যৎ নীতিনির্ধারণী বিষয়ে এই সম্মেলনে আলোচনা হবে এবং এখান থেকেই সাংবিধানিক ঘোষণার ভিত্তি স্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা।

Header Ad
Header Ad

জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক সজিব হোসেন (১৭) উপজেলার মেদিনীপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে মেদিনীপুর সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় মাদকসহ সজিবকে আটক করে বিএসএফ। একই গ্রামের আরও তিনজন-মকবুল হোসেন, শাওন ও নয়ন-সজিবের সঙ্গে সীমান্ত পার হলেও তারা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বিএসএফ তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও সজিব ধরা পড়ে।

সজিবের মা সাবিনা খাতুন জানান, তার ছেলে বন্ধুদের সঙ্গে সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়েছিল। পরে সবাই ফিরে এলেও সজিব আর ফেরেনি। খোঁজাখুঁজির পর তারা জানতে পারেন, বিএসএফ সজিবকে আটক করেছে। এরপর তারা বিজিবির সঙ্গে যোগাযোগ করলে প্রথমে বিজিবি বিষয়টি জানে না বলে জানায়। পরদিন সকালে বিজিবি ক্যাম্পে গেলে বিজিবি সদস্যরা জানান, সজিবকে বিএসএফ ভারতীয় থানায় হস্তান্তর করেছে এবং তাকে ফেরত আনার জন্য পতাকা বৈঠকের চেষ্টা চলছে।

এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রফিক জানান, সজিব একজন মাদক কারবারি। ভারতীয় তিন নাগরিকসহ সজিবকে মাদকের চালানসহ আটক করেছে বিএসএফ। যেহেতু সে ভারতে মাদকসহ ধরা পড়েছে, তাই তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

Header Ad
Header Ad

নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা

ছবি: সংগৃহীত

নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির অভিযোগে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। আইনস্বীকৃত মুদ্রা সংরক্ষণ ছাড়া অতিরিক্ত ৬৪৫ কোটি টাকা ইস্যু করার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষে পেমেন্ট সিস্টেমস বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আমীর খসরু বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন।

গত বছরের ২১-২৫ এপ্রিল বাংলাদেশ ব্যাংক নগদের কার্যক্রমের ওপর পরিদর্শন চালায়। পরিদর্শনে নগদের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে রক্ষিত ট্রাস্ট কাম সেটেলমেন্ট একাউন্টসমূহে ইস্যুকৃত ই-মানির বিপরীতে রিয়েল মানির ১০১ কোটি টাকার অধিক ঘাটতি ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক ২১ আগস্ট ডাক বিভাগের সম্মতিতে নগদে প্রশাসক দল নিয়োগ করে।

প্রশাসক দল দায়িত্ব গ্রহণের পর নগদে ৬৪৫ কোটি টাকার ই-মানি ঘাটতিসহ আরও কিছু গুরুতর আর্থিক অনিয়মের তথ্য তাদের নজরে আসে। এরপর বাংলাদেশ ব্যাংক মামলাটি দায়ের করে। বর্তমানে প্রশাসক দল নগদের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Header Ad
Header Ad

৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া

ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাস আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। এই আপডেটের কারণে আগামীকাল ৫ ফেব্রুয়ারি (বুধবার) থেকে ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত ভিসা আবেদন কার্যক্রম বন্ধ থাকবে।

মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়। পোস্টে উল্লেখ করা হয়, ৮ ফেব্রুয়ারি থেকে নতুন ভিসা পরিষেবা চালু হবে এবং সেই অনুযায়ী https://ustraveldocs.com সাইটটিও নতুন ব্যবস্থার মাধ্যমে পুনরায় চালু হবে।

তবে, ৫-৭ ফেব্রুয়ারির মধ্যে যাদের আগেই অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে, তাদের নির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে উপস্থিত থাকতে হবে।

 

এছাড়া, আজ ৪ ফেব্রুয়ারি থেকে প্রতি মঙ্গলবার বিকেল ৩টা থেকে নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন সবার জন্য উন্মুক্ত থাকবে।

ভিসা আবেদন প্রক্রিয়া এবং নতুন সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করা যাবে: https://www.ustraveldocs.com/bd/en/nonimmigrant-visa

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক
নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা
৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া
ক্যাম্পাসের মসজিদে কোরআন পুড়িয়েছে রাবি ছাত্র, জানা গেল পরিচয়
মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় মূল সন্দেহভাজন আটক
পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন
বৃহস্পতিবার থেকে রাজধানীতে ২১ কোম্পানির বাস চলবে টিকিট-কাউন্টার ভিত্তিতে
পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর
১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব
সিরিয়ায় নির্বাচন হতে লাগবে আরও ৪-৫ বছর: অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা
ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার: ইসি সচিব
রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা
টিকটকে প্রেম নওগাঁর মোমিনের সাথে পালায় সুবা  
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত প্রায় ৬২ হাজার, ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো : অর্থ উপদেষ্টা
আগামী বছর থেকে বিশ্ব ইজতেমা করতে পারবে না সাদপন্থীরা
প্রেমিকের সাথে নওগাঁয় পালিয়েছে নিখোঁজ স্কুলছাত্রী সুবা বলছে পুলিশ