ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষা, সৌদি আরবে গ্রেপ্তার ১০ পাকিস্তানি
ছবি: সংগৃহীত
সৌদি আরবে ওমরাহ পালনের নামে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ১০ পাকিস্তানিকে আটক করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পরে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) রোববার তাদের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে।
জিও নিউজের প্রতিবেদনে এফআইএ’র একজন মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ওমরাহ ভিসায় সৌদি আরব যাওয়ার পর এই ব্যক্তিরা বিভিন্ন স্থানে ভিক্ষা করছিলেন। গ্রেপ্তারকৃতরা পাকিস্তানের রাজানপুর, কাশমুর, নাউশাহরো, ফেরোজ, লাহোর, পেশাওয়ার, মোহমান্দ এবং লারকানা এলাকার বাসিন্দা।
এফআইএ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে, বিদেশে কেউ যেন পর্যটন বা ধর্মীয় ভিসার অপব্যবহার করে ভিক্ষাবৃত্তিতে জড়িত হতে না পারে, সে জন্য পাকিস্তানের সব বিমানবন্দরে আরও কঠোর যাচাই-বাছাই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ও সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকির মধ্যে এক বৈঠকের পর দেশটির সরকার এক্সিট কন্ট্রোল লিস্টে (ইসিএল) ৪ হাজার ৩০০ জন পেশাদার ভিক্ষুকের নাম অন্তর্ভুক্ত করে।
পাকিস্তানে ভিক্ষাবৃত্তি দমনের লক্ষ্যে সরকারের নেয়া এসব কঠোর পদক্ষেপের পরও অনেকে প্রতারণামূলক উপায়ে ওমরাহসহ বিভিন্ন ভিসায় সৌদি আরব গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।