হোঁচট খেলেন ট্রাম্প: জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে আদালতের স্থগিতাদেশ
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন ওয়াশিংটনের বিচারক জন কফেনর। ট্রাম্পের এই আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই আর নাগরিকত্ব পাওয়া যাবে না।
নতুন নিয়মে শিশুর মা-বাবাকে মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী হতে হবে। তবে আদালত এই আদেশকে অসাংবিধানিক উল্লেখ করে এর কার্যকারিতা আপাতত ১৪ দিনের জন্য স্থগিত করেছেন।
ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২২টি রাজ্য, দুটি শহর এবং বেশ কিছু নাগরিক অধিকার সংগঠন মামলা করেছিল। তারা এই আদেশকে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর পরিপন্থী হিসেবে চিহ্নিত করে। এই সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সবাই নাগরিকত্বের অধিকারী। বিচারক কফেনর জানান, কোনো প্রেসিডেন্টের ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করার সুযোগ নেই।
ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার ঘোষণা দিয়েছেন। তার প্রশাসন দাবি করছে, নির্বাহী আদেশটি সংবিধানের সঠিক ব্যাখ্যা প্রদান করে। অন্যদিকে, ট্রাম্পের এই আদেশকে ‘আমেরিকার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ বলে উল্লেখ করেছেন ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল।
এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারকে সহজে বাতিল করা সম্ভব নয়। তবে এই নিয়ে আইনি লড়াই চলতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।