ভারতের গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ
ভারতের গঙ্গায় ডুবলো বাংলাদেশি জাহাজ। ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের হুগলির বাঁশবেড়িয়ায় গঙ্গা নদীতে ডুবে গেছে ছাইবোঝাই একটি বাংলাদেশি কার্গো জাহাজ। ইতোমধ্যে জাহাজটিকে উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। দিন কয়েক আগে ত্রিবেণীর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন (বিটিপিএস) থেকে ছাই নিয়ে ফিরছিল বাংলাদেশের ওই কার্গো জাহাজ। সেখান থেকে দেশে ফেরার পথে হুগলি জেলার বাঁশবেড়িয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।
জাহাজের কর্মীরা জানান, ছাই নিয়ে বাংলাদেশে ফেরার পথে আচমকা জাহাজের তলায় বড়রকমের শব্দ হয়। এরপরেই জাহাজে পানি ঢুকতে শুরু করে। এসময় একদিক দিয়ে কাত হয়ে পড়ে জাহাজটি। চালকের কেবিন বাদ ছাড়া পুরো জাহাজটিই ডুবে যায়। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা।
স্থানীয়রা আরও জানান, এখন গঙ্গায় পানি কমে যাওয়ায় জাহাজটির কিছু অংশ আবার ভেসে উঠেছে। তাই জাহাজের ভেতর থেকে ছাই বের করে এনে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। উদ্ধারকাজের জন্য উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালী থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে।
শ্রমিকরা জানান, জাহাজের সব ছাই খালি করতে সপ্তাহখানেক লেগে যেতে পারে। এরপর জাহাজ মেরামত করে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া যেতে পারে।