শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিদায়ী সংবাদ সম্মেলনে তোপের মুখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, বের করে দিলেন সাংবাদিককে!

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত

শেষ সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকের তোপের মুখে পড়লেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই সংবাদ সম্মেলন হয়।

ফিলিস্তিনের গাজায় মানুষ হত্যাকারী ইসরায়েলকে সমর্থনের জন্য ব্লিঙ্কেনকে প্রশ্নবাণে জর্জরিত করেন ওই সাংবাদিকেরা। এ সময় সেখানে হট্টগোলের মতো পরিস্থিতি তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাকর্মীদের দুই সাংবাদিককে জোর করে ধরে ওই কক্ষের বাইরে নিয়ে যেতে দেখা যায়।

স্যাম হুসেইনি নামের একজন সাংবাদিক চিৎকার করে বলেন, ‘অপরাধী! আপনি কেন হেগে নেই।’ যুক্তরাষ্ট্রের নীতি সমালোচক হিসেবে পরিচিত এই স্বাধীন সাংবাদিক মূলত আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইঙ্গিত করে এ কথা বলেন।

এসময় নিরাপত্তাকর্মীরা হুসেইনিকে জোর করে কক্ষের বাইরে নিয়ে যায়। বাইরে নেওয়ার সময়ও তিনি অ্যান্টনি ব্লিঙ্কেনের উদ্দেশে অবমাননাকর নানা প্রশ্ন ছুড়তে থাকেন।

এছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে সমালোচনামুখর সংবাদমাধ্যম গ্রেজোনের সম্পাদক ম্যাক্স ব্লুমেনথালের তোপে পড়েন ব্লিঙ্কেন। ব্লুমেনথালকেও নিরাপত্তাকর্মীরা ওই কক্ষের বাইরে নিয়ে যান। আগামী সোমবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে বিদায় নেবেন অ্যান্টনি ব্লিঙ্কেন। সূত্র: বিবিসি

Header Ad
Header Ad

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন। ছবিঃ সংগৃহীত

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন।

শনিবার (১৮ জানুয়ারী) রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে। যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে।’

করের বিষয়ে তিনি বলেন, ‘প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় করই গুরুত্বপূর্ণ। এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হলো এর প্রয়োগ করা।’

অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গেল ডিসেম্বরে অনৈতিকভাবে লাভ করেছে ব্যাংকগুলো, যা খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা।

একই আলোচনা সভায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

Header Ad
Header Ad

সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

একইসাথে থেমে থেমে সংঘর্ষের ঘটনাও ঘটছে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা হঠাৎ করেই তারকাটার বেড়ার পাশে ৫০০ থেকে ৬০০ ভারতীয় সাধারণ মানুষকে জড়ো করে।

এ সময় তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে বাংলাদেশী নাগরিকরা খবর পায়। পরে স্থানীয় বাসিন্দারা ভারতীয়দের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় বলেও স্থানীয়রা জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তে থেমে থেমে সংঘর্ষ চলছে।

এদিকে বক্তব্য জানতে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য কাজ করছে।

এর আগে, গত ৫ জানুয়ারী থেকে ৮ জানুয়ারি পর্যন্ত টানা চারদিন একই ইউনিয়নের চৌকা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করে। বিএসএফ স্থানীয়দের সহায়তায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবৈধস্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে এ উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।

Header Ad
Header Ad

নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানবববন্ধন

নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানবববন্ধন। ছবি: সংগৃহীত

পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে দরপত্রে বিশেষ শর্ত যুক্ত করাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানবববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ব্যানারে নওগাঁ সদর হাসপাতাল চত্বরে এ মানবববন্ধন কর্মসূচি পালিত।

নওগাঁ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতি নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি ও এনএসআর ঠিকাদার মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি রিয়াদুল সালেহীন, নওগাঁ জেনারেল হাসপাতালের তালিকাভুক্ত এমএসআর (মেডিকেল সার্জিক্যাল রিকয়ারমেন্টস) সামগ্রী সরবরাহকারী ঠিকাদার আশরাফুল ইসলাম, স্থানীয় বাসিন্দা লিয়াকত সরদার, তৌফিক ইমাম, আবুল কালাম আজাদ প্রমুখ।

মানবববন্ধনে বক্তারা বলেন, চলতি মাসের ৫ জানুয়ারি নওগাঁ সদর হাসপাতালে ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী কেনার জন্য অনলাইনে এমএসআর দরপত্র আহ্বান করা হয়। এতে বরাদ্দ প্রায় সাড়ে ৪ কোটি টাকা। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বিশেষ শর্ত যুক্ত করেছেন। শর্তের বেড়াজালে অংশ নিতে পারছেন না অনেক ঠিকাদার। দরপত্রে বিভিন্ন৷ শর্তাবলির একটি অংশে বলা হয়েছে দরপত্রের জন্য ঠিকাদার বাছাইয়ের আগেই কাজ পেতে ইচ্ছুক ঠিকাদারকে ওষুধ ও সার্জিক্যাল সামগ্রীর নমুনা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। অথচ এই শর্ত বাংলাদেশের কোনো হাসপাতালে দেওয়া হয় না। পছন্দের ঠিকাদারকে বাছাই করার জন্য এই শর্ত যুক্ত করেছে তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল চৌধুরী। এছাড়া হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ, হাসপাতালের জন্য বরাদ্দ করা ওষুধ বাইরে বিক্রি করে দেওয়াসহ হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল চৌধুরী, প্রধান সহকারী স ম ওমর ফারুক ও স্টোর কিপার সাজ্জাদ হোসেন বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁদেরকে অপসারণসহ তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, দরপত্র আহ্বানসহ নিয়ম মেনেই হাসপাতালে সব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত ৫ জানুয়ারি হাসপাতালে বিভিন্ন সামগ্রী কেনার জন্য সাড়ে ৪ কোটি টাকার এমএসআর সামগ্রী দরপত্র অনলাইনে আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৬ জানুয়ারি।

নওগাঁ ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সহ সভাপতি মাসুদ হায়দার টিপু বলেন, এমএসআর সামগ্রী কেনার জন্য যে দরপত্র আহ্বান করা হয়েছে তাতে তত্ত্বাবধায়ক স্বেচ্ছাচারীভাবে কিছু শর্ত যুক্ত করেছেন। দরপত্র পাওয়ার আগেই নাকি এমএসআর সামগ্রীর নমুনা জমা দিতে হবে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। নিয়ম বহির্ভূত শর্তগুলো সংশোধন করে নতুন করে দরপত্র আহ্বান করতে হবে। এছাড়া তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল চৌধুরী, প্রধান সহকারী স ম ওমর ফারুক ও স্টোর কিপার সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁদেরকে অপসারণসহ তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল ও স্টোর কিপার সাজ্জাদ হোসেনকে হাসপাতালে তাঁদের কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোনে বারবার কল দিয়েও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে হাসপাতালের প্রধান অফিস সহকারী স ম ওমর ফারুক বলেন, ‘ঠিকাদার বাছাইসহ হাসপাতালের সকল কার্যক্রম নিয়ম মেনে পরিচালিত হয়। বিধি অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের স্বার্থে দরপত্রে যে কোনো যৌক্তিক শর্ত যুক্ত পারেন। দরপত্র অনলাইনে আহ্বান করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ঠিকাদার বাছাই করে অনলাইনে নির্বাচিত ঠিকাদারের নাম প্রকাশ করবেন। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের করার কিছু নেই। এছাড়া আমাদের বিরুদ্ধে অন্য কোনো অনিয়ম-দুর্নীতি থাকলে তদন্ত করুক। তদন্ত হলেই সঠিক সত্য বের হয়ে আসবে।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানবববন্ধন
অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয়
আওয়ামী লীগ লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছে: মির্জা ফখরুল
বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার
প্রথমবারের মতো নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা
জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিদায়ী সংবাদ সম্মেলনে তোপের মুখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, বের করে দিলেন সাংবাদিককে!
হাসপাতালের গেটে চিকিৎসা না পেয়ে রিকশাচালকের মৃত্যু, গ্রেফতার ৫
রাজধানীতে ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রথম ধাপে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই: বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
দুপুরে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি
সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের কারণ জানালো ভারত
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা
বৈষম্যহীন দু:শাসনমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না: জামায়াত আমির
দুই পাকিস্তানির দাপটে টানা ৮ জয়ে শীর্ষস্থান মজবুত রংপুর রাইডার্সের
অন্তর্বর্তী সরকারের প্রশংসায় হিউম্যান রাইটস ওয়াচ
ট্রাম্পের শপথে শি জিনপিং আমন্ত্রিত, বাদ পড়লেন মোদি!