সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়। আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিধ্বস্ত সুদানকে অস্থিতিশীল করার অভিযোগে বুরহানের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।
বিবৃতিতে বলা হয়, বুরহানের নেতৃত্বে সুদানী সশস্ত্র বাহিনী (এসএএফ) বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে। এর মধ্যে স্কুল, বাজার ও হাসপাতালের মতো সুরক্ষিত অবকাঠামোতে বিমান হামলার ঘটনাও রয়েছে। এসএএফ নিয়মিতভাবে মানবিক অধিকার লঙ্ঘন করেছে এবং যুদ্ধ কৌশল হিসেবে খাদ্য সরবরাহ আটকে দিয়ে সংকট সৃষ্টি করেছে।
এ নিষেধাজ্ঞার কয়েক দিন আগেই সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নেতা মোহাম্মদ হামদান দাগালোর ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন।
মার্কিন প্রশাসনের মতে, এসব পদক্ষেপের লক্ষ্য হলো যুদ্ধবিধ্বস্ত সুদানে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো।