দিল্লির অনুরোধে পাকিস্তান সফর পিছিয়ে দিলেন সুবিয়ান্তো
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রাবয়ো সুবিয়ান্তোর পাকিস্তান সফর পিছিয়ে দেওয়ার ঘটনা ভারত ও ইন্দোনেশিয়ার কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার পর সরাসরি পাকিস্তান সফরের পরিকল্পনায় আপত্তি জানায় ভারত।
সাউথ ব্লক থেকে ইন্দোনেশিয়ার শীর্ষ নেতৃত্বকে জানানো হয়, প্রজাতন্ত্র দিবসের মতো ভারতের জাতীয় মর্যাদাপূর্ণ একটি অনুষ্ঠান থেকে সরাসরি পাকিস্তান সফর ভারতের জন্য অস্বস্তিকর। এ পরিকল্পনা বাতিলের অনুরোধ জানায় ভারত।
ভারতের অনুরোধ গ্রহণ করে প্রাবয়ো সুবিয়ান্তো ভারত থেকে সরাসরি ইন্দোনেশিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরে তিনি পাকিস্তান সফরে যাবেন।
ভারত তার কূটনৈতিক নীতিতে বরাবরই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে সতর্ক। তারা চায়, আন্তর্জাতিক মঞ্চে যেন তাদের পাকিস্তানের সঙ্গে একই বন্ধনীতে না রাখা হয়। ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্ত ভারতের ওই অবস্থানের প্রতি সম্মানের প্রকাশ।
এই ঘটনা ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার গুরুত্বকে আবারও প্রমাণ করে। পাশাপাশি এটি ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে ভারতের কূটনৈতিক সতর্কতার প্রতিফলন।