বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩০

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের অবসানে হামাস ও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও ইসরায়েলি হামলা থেমে নেই। যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা দেওয়ার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মধ্যস্থতাকারীদের বরাতে জানা গেছে, কাতারের রাজধানী দোহায় সম্পন্ন হওয়া চুক্তির শর্ত অনুযায়ী, গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ নিজ বাড়িতে ফেরার সুযোগ এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করা হবে। হামাসের কর্মকর্তা ইজ্জাত আল-রিশেক বলেছেন, ফিলিস্তিনিদের সব শর্তই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর গাজায় ইসরায়েল অবিরাম বিমান ও স্থল হামলা চালায়। এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাতে এখন পর্যন্ত ৪৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি, এবং ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ।

যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েলের এসব হামলাকে আন্তর্জাতিক মহল গণহত্যা ও যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করেছে। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েল গাজায় তার আক্রমণ অব্যাহত রেখেছে।

Header Ad
Header Ad

আলোচনায় পিনাকী ভট্টাচার্যের নতুন বই ‘ফুলকুমারী’

পিনাকী ভট্টাচার্য ও নতুন সেই বইয়ের প্রচ্ছদ (ডানে)। ছবি: সংগৃহীত

পিনাকী ভট্টাচার্যের নতুন বই "Fulkumari: The Tale of a Refugee and a Rat in Pandemic Paris" বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বইটি ইতোমধ্যেই আমাজনের "হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি" বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে। গ্লোবাল র‍্যাংকিংয়েও এর অবস্থান ২৯,১২৮ (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)। বইটির সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স।

এই বইয়ে প্যারিসে বসবাসকারী এক বাংলাদেশি শরণার্থীর জীবনের গল্প তুলে ধরা হয়েছে। মহামারির একাকিত্ব ভেঙে তিনি বন্ধুত্ব গড়েন একটি ইঁদুরের সঙ্গে, যার নাম দেন ‘ফুলকুমারী।’ প্রতিদিন ফুলকুমারীকে গল্প শোনানোর মাধ্যমে তিনি তার অতীত জীবনের স্মৃতিগুলো তুলে ধরেন। এসব গল্পে উঠে এসেছে বিপ্লব, দুর্ভিক্ষ, মুক্তিযুদ্ধ এবং তার পরিবারের স্মৃতিময় মুহূর্ত।

বইটির সাফল্যে লেখক পিনাকী ভট্টাচার্য বেশ উচ্ছ্বসিত। ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, বইটির বর্তমান র‍্যাংকিং তাকে অনুপ্রাণিত করেছে এবং তিনি এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চান। তিনি উল্লেখ করেন যে, ইন্ডিয়ান ইংরেজি সাহিত্যের লেখকদের মতো বাংলাদেশি লেখকরাও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জায়গা করে নিতে পারেন।

পিনাকী আরও বলেন, যদি বইটির সাফল্য অব্যাহত থাকে, তবে তিনি ভবিষ্যতে পুরোপুরি ফিকশন লেখায় মনোনিবেশ করবেন। একদিনে বইটির এই সাফল্য তাকে লেখালেখির প্রতি আরও বেশি নিবেদিত করেছে।

Header Ad
Header Ad

বৈঠকে যোগ দিচ্ছে বিএনপির এক সদস্যের প্রতিনিধি, জুলাই ঘোষণাপত্র নিয়ে দেবে না মতামত

ছবি: সংগৃহীত

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিতব্য জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্তকরণের বৈঠকে বিএনপির একজন প্রতিনিধি অংশ নিলেও দলটি কোনো মতামত দেবে না বলে জানিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বৈঠকে যোগ দিতে রওনা দিয়েছেন। তবে তিনি জানাবেন যে, ঘোষণাপত্র নিয়ে মতামত দেয়ার জন্য তাদের যথেষ্ট সময় দেয়া হয়নি। বিএনপির নেতারা জানিয়েছেন, দলটি তাদের পূর্বের অবস্থানেই রয়েছে। তাদের মতে, ঘোষণাপত্রে ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ফ্যাসিবাদবিরোধী প্রচেষ্টার স্বীকৃতি থাকা উচিত।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্ররা চান ঘোষণাপত্রে তাদের আন্দোলনের নেতৃত্বের স্পষ্ট উল্লেখ থাকুক এবং তারা নতুন সংবিধান প্রণয়নের পক্ষে। তবে বিএনপি এই দাবির বিপরীতে শুধু সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে। বৈঠক নিয়ে বিএনপির শরিক দলগুলোর অবস্থানও স্পষ্ট। গণতন্ত্র মঞ্চ জানিয়েছে, তারা ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবে না, বরং বৈঠকের প্রক্রিয়া সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। জামায়াতে ইসলামী তিন সদস্যের প্রতিনিধি পাঠাচ্ছে, তবে ১২ দলীয় জোট এই বৈঠকে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই বৈঠককে কেন্দ্র করে সংশ্লিষ্ট দলগুলোর অংশগ্রহণ ও অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন কৌশল ও মতপার্থক্য স্পষ্ট করেছে। এর ফলে ঘোষণাপত্র চূড়ান্তকরণ প্রক্রিয়া নিয়ে বিতর্ক আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

Header Ad
Header Ad

এবার টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিলেন ইলন মাস্ক

এবার টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিলেন ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দুর্নীতিবাজ আখ্যা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) টিউলিপের পদত্যাগ নিয়ে একটি টুইট শেয়ার করে তিনি এই মন্তব্য করেন।

ইলন মাস্ক মারিও নাউফালের করা একটি পোস্ট শেয়ার করেন, যেখানে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল। শেয়ার করা পোস্টে ইলন ক্যাপশনে লেখেন "লেবার পার্টির শিশুকল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয় আর দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।"

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বের মধ্যে ছিল আর্থিক খাতে দুর্নীতি দমন করা। তবে বাংলাদেশে দুর্নীতির এক মামলায় তার নাম উঠে আসার পর থেকে তাকে নিয়ে বিতর্ক শুরু হয়। অভিযোগে বলা হয়েছে, তার মা, ভাই-বোন, এবং খালা শেখ হাসিনার সঙ্গে একটি দুর্নীতি চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

বাংলাদেশে দুর্নীতির তদন্ত শুরুর পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ সৃষ্টি হয়। অবশেষে সমালোচনার মুখে তিনি মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন। তবে টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন।

ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তি টিউলিপের বিরুদ্ধে মন্তব্য করায় বিষয়টি আরও আলোচনায় উঠে এসেছে। এটি টিউলিপের রাজনৈতিক ক্যারিয়ারের ওপর প্রভাব ফেলতে পারে এবং লেবার পার্টির ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আলোচনায় পিনাকী ভট্টাচার্যের নতুন বই ‘ফুলকুমারী’
বৈঠকে যোগ দিচ্ছে বিএনপির এক সদস্যের প্রতিনিধি, জুলাই ঘোষণাপত্র নিয়ে দেবে না মতামত
এবার টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিলেন ইলন মাস্ক
১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না বিএনপি
কুবি ছাত্র সংসদ নির্বাচনের জন্য শিক্ষার্থীদের স্মারকলিপি
দিল্লির অনুরোধে পাকিস্তান সফর পিছিয়ে দিলেন সুবিয়ান্তো
আমেরিকার লস অ্যাঞ্জেলসে এবার আগুনের টর্নেডো
৪০ শতাংশ ভোট না পড়লে পুনরায় নির্বাচনের প্রস্তাব
র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩০
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র: প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আজ
‘আদিবাসী’ স্বীকৃতির দাবিকারীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি বৈষম্যবিরোধীদের
পাঁচ মামলায় গ্রেফতার সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী
অস্ত্র মামলায় রিমান্ডে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান, দুর্নীতির মামলায় স্ত্রীর কারাগারে
যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্র উপদেষ্টা
জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ
নিলামে উঠছে আওয়ামী লীগ আমলের ৩০ এমপির বিলাসবহুল গাড়ি