‘জমজমের’ বলে ট্যাপের পানি বিক্রি, আয় করেছেন ৩০ কোটি!
ছবি: সংগৃহীত
তুরস্কে জমজমের পানি বলে ট্যাপের পানি বিক্রি করে এক ব্যক্তি প্রতারণার মাধ্যমে আয় করেছেন প্রায় ৩০ কোটি টাকা। ওই ব্যক্তি প্রতিদিন ২০ টন ভুয়া জমজমের পানি বিক্রি করতেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
বিলাল নামের এক ব্যক্তি পাঁচ মাস ধরে তুরস্কের বাজারে ট্যাপের পানি জমজমের পানি বলে বিক্রি করছিলেন। বোতলের গায়ে জমজমের পানির লেবেল লাগানো থাকায় সাধারণ মানুষ তা জমজমের পানি ভেবে কিনতেন। পুলিশ তদন্তে জানতে পারে, পানি আসলে তুরস্কের আদানার ওয়্যারহাউজ থেকে নেওয়া।
বিলালকে গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে, তুরস্কে জমজমের নামে বিক্রি হওয়া পানির বেশিরভাগই ট্যাপের পানি। কিছু বিক্রেতা অল্প পরিমাণ আসল জমজমের পানি মিশিয়ে বাজারে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার ভুয়া জমজমের পানি উদ্ধার করে। বোতলগুলো বিভিন্ন আকারের এবং আরবি লেখা সম্বলিত। এ ধরনের বোতল তুরস্কের বাজারে সহজেই পাওয়া যাচ্ছে।
কিছু বিক্রেতার দাবি, পানির একটি অংশ জমজম থেকে আনা হলেও তাতে ট্যাপের পানি মেশানো হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি।
এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে জমজমের পানির প্রকৃত উৎস নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জমজমের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা ধর্মীয় অনুভূতিকে আঘাত করছে বলে মনে করছেন অনেকেই।