রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ | ২৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

হাসিনা আমাদের জন্য অনেক করেছে, তাঁকে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত: কংগ্রেস নেতা

সাবেক কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার। ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে। যত দিন তিনি থাকতে চান, এমনকি তা সারা জীবন হলেও, আমাদের তাঁকে অতিথি হিসেবে রাখা উচিত। ঠিক এমনটাই বলেছেন সাবেক কূটনীতিক, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা মণি শংকর আইয়ার।

শনিবার (১১ জানুয়ারী) রাতে ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ভারতের এই সাবেক কূটনীতিক।

মণি শংকর আইয়ার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যত দিন ইচ্ছা ভারতে থাকার সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, গত মাসে (ডিসেম্বর) ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন, যা খুবই ইতিবাচক।

কলকাতায় ১৬তম আপিজয় সাহিত্য উৎসবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মণি শংকর আইয়ার বলেন, এই আলোচনা অব্যাহত রাখা দরকার এবং ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবির বিষয়ে আইয়ার বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা সবাই একমত হব যে, শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে। যত দিন তিনি থাকতে চান, এমনকি তা সারা জীবন হলেও, আমাদের তাঁকে অতিথি হিসেবে রাখা উচিত।’ ছাত্র-জনতার বিশাল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ৭৭ বছর বয়সী হাসিনা গত ৫ আগস্ট ভারতে চলে যান।

আইয়ার বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা সত্যি, তবে বেশির ভাগ ক্ষেত্রেই তা শেখ হাসিনার সমর্থকদের ওপর রাজনৈতিক হামলা। তিনি বলেন, ‘হিন্দুদের ওপর হামলার ঘটনা সত্য হলেও, অনেক ক্ষেত্রে এগুলো রাজনৈতিক মতপার্থক্যের কারণে সৃষ্ট।’

এর আগে এক প্রশ্নোত্তর পর্বে আইয়ার বলেন, পাকিস্তানের মানুষ ভারতীয়দের মতোই, শুধু ভাগ্যের দোষে তারা আলাদা দেশে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি একজন তামিল, আমার স্ত্রী পাঞ্জাবি। আমাদের মধ্যে যে পার্থক্য, তার চেয়েও কম পার্থক্য আমার স্ত্রীর সঙ্গে একজন পাকিস্তানি পাঞ্জাবির।’

নরেন্দ্র মোদির সরকারকে আক্রমণ করে আইয়ার বলেন, ‘আমাদের সার্জিক্যাল স্ট্রাইকের সাহস আছে, কিন্তু এই সরকারের টেবিলে বসে পাকিস্তানের সঙ্গে আলোচনার সাহস নেই।’ তিনি বলেন, ‘পাকিস্তান একদিকে সন্ত্রাস ছড়ায়, অন্যদিকে নিজেরাও সন্ত্রাসের শিকার। তারা ভেবেছিল তালেবানকে আফগানিস্তানের ক্ষমতায় আনতে পারবে। কিন্তু এখন তাদের সবচেয়ে বড় হুমকি আফগানিস্তানের সেই তালেবানই।’

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘তাঁর সবচেয়ে বড় সাফল্য ছিল কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে গোপন আলোচনার পথ তৈরি করা। জেনারেল পারভেজ মোশাররফ একে চার দফা চুক্তি হিসেবে উল্লেখ করেছিলেন। মনমোহন সিং দেখিয়েছিলেন সামরিক সরকারের সঙ্গেও আলোচনা সম্ভব। আমাদের উচিত তাঁর দেখানো পথ অনুসরণ করে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া।’

Header Ad
Header Ad

ইংল্যান্ডে দুপুরের খাবারসহ বিনা টিকিটে বিশ্বকাপের ম্যাচ দেখেছেন টিউলিপ: টেলিগ্রাফের প্রতিবেদন

যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ হুট করেই ক্রিকেট সম্পর্কিত একটি বিতর্কে জড়িয়েছেন।

২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের ওভাল এবং লর্ডস স্টেডিয়ামে দুটি ম্যাচ বিনা টিকিটে দেখার অভিযোগ উঠেছে টিউলিপ এবং তার পরিবারের বিরুদ্ধে। ম্যাচগুলো ছিল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এবং বাংলাদেশ বনাম পাকিস্তান।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, টিউলিপ এবং তার ভাই-বোনেরা ম্যাচগুলোতে সৌজন্য টিকিটে উপস্থিত ছিলেন। টিকিটগুলোতে দুপুরের খাবারের ব্যবস্থাও ছিল। প্রতিটি টিকিটের মূল্য ছিল ৩৫৮.৮০ পাউন্ড (বাংলাদেশি প্রায় ৫৪ হাজার টাকা)।

ম্যাচ দুটিতে টিউলিপের সঙ্গী ছিলেন কাজী নাবিল আহমেদ, যিনি বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক সদস্য এবং বাফুফের সাবেক সহ-সভাপতি।

বাংলাদেশে উপহার বা সৌজন্য টিকিট গ্রহণ নিয়ে নির্দিষ্ট কোনো আইন নেই। তবে, যুক্তরাজ্যের আইন অনুসারে, সরকারি পদে থেকে বিনা মূল্যে এমন সুবিধা গ্রহণ করলে তা নৈতিক ও সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ।

এই ঘটনার পর টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ আইনের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যা তার রাজনৈতিক অবস্থানের প্রতি আস্থাহীনতা তৈরি করতে পারে।

Header Ad
Header Ad

প্রতিযোগী থেকে বিয়ের পিড়িতে পড়শী-নিলয়

প্রতিযোগী থেকে বিয়ের পিড়িতে পড়শী-নিলয়। ছবি: সংগৃহীত

একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে গান গেয়ে সর্বমহলে পরিচিত লাভ করেন সাবরিনা পড়শী। এরপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট গান। দেখতে দেখতে গানে গানে পেরিয়ে গেছে তার ১৬ বছর। বর্তমানে স্টেজ শো ও নতুন নতুন গান নিয়ে বেশ ব্যস্ততা তার।

‘ক্ষুদে গানরাজ’খ্যাত কণ্ঠশিল্পী সাবরিনা পড়শীর বিয়ের খবর এরইমধ্যে ভাইরাল হয়েছে। প্রেমের সম্পর্কের পর গাটছড়া বেঁধেছেন ‘ক্ষুদে গানরাজ’-এর আরেক নিলয়ের সঙ্গে। জীবনের নতুন অধ্যায়ে একে অন্যের হাত ধরলেও শুরুটা প্রতিযোগিতার মাধ্যমে হয়েছিল পড়শী-নিলয়ের।
২০০৮ সালে পড়শী-নিলয় দুজনেই ক্ষুদে গানরাজের একই আসরে নাম লিখিয়েছিলেন। ওই আসরে প্রতিযোগিতাকালীন নিলয়ের কণ্ঠ বেশ সাড়া ফেলে। তার গাওয়া কয়েকটি গান পায় জনপ্রিয়তা।

তবে প্রতিযোগিতাকালীন নিলয় নাম করলেও পরে শ্রোতাদের মন জয় করেন পড়শী। অসংখ্য জনপ্রিয় গান দেন উপহার। ততদিনে শ্রোতাদের স্মৃতি থেকে ম্লান নিলয়ের নাম। কেননা ২০১০ সালে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান নিলয়।

তবে সংগীতের সঙ্গে দূরত্ব তৈরি হলেও একই আসরের প্রতিযোগী পড়শীতে আটকে যান তিনি। একে অন্যের মনে দোলা দেন তারা। শুরু হয় প্রেম। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। ছিল কয়েক মাস।

এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। এক সময়ের দুই প্রতিযোগী হাতে হাত রেখে শুরু করেন জীবনের নতুন অধ্যায়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না।

 

Header Ad
Header Ad

‘জমজমের’ বলে ট্যাপের পানি বিক্রি, আয় করেছেন ৩০ কোটি!

ছবি: সংগৃহীত

তুরস্কে জমজমের পানি বলে ট্যাপের পানি বিক্রি করে এক ব্যক্তি প্রতারণার মাধ্যমে আয় করেছেন প্রায় ৩০ কোটি টাকা। ওই ব্যক্তি প্রতিদিন ২০ টন ভুয়া জমজমের পানি বিক্রি করতেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

বিলাল নামের এক ব্যক্তি পাঁচ মাস ধরে তুরস্কের বাজারে ট্যাপের পানি জমজমের পানি বলে বিক্রি করছিলেন। বোতলের গায়ে জমজমের পানির লেবেল লাগানো থাকায় সাধারণ মানুষ তা জমজমের পানি ভেবে কিনতেন। পুলিশ তদন্তে জানতে পারে, পানি আসলে তুরস্কের আদানার ওয়্যারহাউজ থেকে নেওয়া।

বিলালকে গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে, তুরস্কে জমজমের নামে বিক্রি হওয়া পানির বেশিরভাগই ট্যাপের পানি। কিছু বিক্রেতা অল্প পরিমাণ আসল জমজমের পানি মিশিয়ে বাজারে বিক্রি করার কথা স্বীকার করেছেন।

পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার ভুয়া জমজমের পানি উদ্ধার করে। বোতলগুলো বিভিন্ন আকারের এবং আরবি লেখা সম্বলিত। এ ধরনের বোতল তুরস্কের বাজারে সহজেই পাওয়া যাচ্ছে।

কিছু বিক্রেতার দাবি, পানির একটি অংশ জমজম থেকে আনা হলেও তাতে ট্যাপের পানি মেশানো হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি।

এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে জমজমের পানির প্রকৃত উৎস নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জমজমের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা ধর্মীয় অনুভূতিকে আঘাত করছে বলে মনে করছেন অনেকেই।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইংল্যান্ডে দুপুরের খাবারসহ বিনা টিকিটে বিশ্বকাপের ম্যাচ দেখেছেন টিউলিপ: টেলিগ্রাফের প্রতিবেদন
প্রতিযোগী থেকে বিয়ের পিড়িতে পড়শী-নিলয়
‘জমজমের’ বলে ট্যাপের পানি বিক্রি, আয় করেছেন ৩০ কোটি!
কাউন্সিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত
বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের
ঢাবিতে ছাত্রীহল নির্মাণ ও সংস্কারের দাবি ছাত্রদলের
অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা
বগুড়ায় বিমানবন্দর চালু নিয়ে যা বললেন বিমান বাহিনী প্রধান
‘আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় সরকার নির্বাচন’  
দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত
আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়েছি: বরখাস্তকৃত সেই দুদক কর্মকর্তা
ছাত্র আন্দোলনে নিহত, কাপড় দেখে স্বামীর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী
জামালপুরে গরু চুরি করে ভূরিভোজ, বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার
বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে  
সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা
জবি শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
বিশ্বযুদ্ধের পর জার্মানি ও জাপানের মত গাজাকে গড়ার আহ্বান ইলন মাস্কের  
হাসিনা আমাদের জন্য অনেক করেছে, তাঁকে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত: কংগ্রেস নেতা
রাজনীতিতে যোগ দিতে চাই না, আমার লক্ষ্য কুরআনের খেদমত করা: আজহারী
নির্বাচন কমিশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠলো 'বাংলাদেশ আওয়ামীলীগ’