আমি মানুষ, দেবতা নই: মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
নরেন্দ্র মোদি, যিনি একসময় চা বিক্রেতা ছিলেন এবং বর্তমানে ১৪০ কোটি মানুষের প্রধানমন্ত্রী, সম্প্রতি একটি পডকাস্টে তার ভুল ও জীবনের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। ভারতের একটি প্রতিষ্ঠান তাকে নিয়ে এই পডকাস্ট তৈরি করেছে।
পডকাস্টের আলোচনায়, মোদি নিজের ভুলগুলো অকপটে স্বীকার করেন এবং বলেন, "ভুল হবেই, কারণ আমি মানুষ, দেবতা নই।"
পডকাস্টে উপস্থাপক নিখিল প্রধানমন্ত্রী মোদিকে বিভিন্ন প্রশ্ন করেন। এক পর্যায়ে, তিনি জানতে চান যে একজন যুবক যদি নেতা হতে চায়, তাহলে তাকে কী কী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উত্তরে মোদি বলেন, "ভালো মানুষ রাজনীতিতে আসা উচিত। তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং দেশের উন্নতি ও ভবিষ্যৎ গঠনের জন্য একটি মিশন থাকা উচিত।"
বিশ্বে চলমান যুদ্ধ সম্পর্কেও তাকে প্রশ্ন করা হয়। মোদি বলেন, "আমি শান্তির পক্ষে, তবে এমন সংকটে নিরপেক্ষ থাকা সম্ভব নয়। আমি এটিকে একটি বড় ব্যর্থতা হিসেবে দেখি।"
আরেকটি প্রশ্ন ছিল, যদি কেউ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে এবং শৈশব থেকে রাজনীতিকে নোংরা জায়গা হিসেবে দেখে, তবে সে ভালো মানুষ কীভাবে রাজনীতিতে আসবে? মোদি এ প্রশ্নের উত্তর দেন কৌশলীভাবে, বলেন, "এমন মনোভাব থাকলে দেশ চালানো সম্ভব হতো না।"