ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিন পিং
ডোনাল্ড ট্রাম্প ও শি জিন পিং। ছবি: সংগৃহীত
২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও উপস্থিত হচ্ছেন না চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। বরং, তিনি তার পক্ষে উচ্চপদস্থ একজন প্রতিনিধিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস এ খবর জানিয়েছে, যা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সও প্রকাশ করেছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শি জিন পিংয়ের বদলে চীনের একজন শীর্ষ কর্মকর্তা অনুষ্ঠানে যোগ দেবেন এবং ট্রাম্পের ট্রানজিশন টিমের সঙ্গে বৈঠকও করবেন। প্রতিবেদনে দুই সম্ভাব্য প্রতিনিধির নাম উল্লেখ করা হয়েছে। তারা হচ্ছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, যিনি বেশ কিছু আন্তর্জাতিক আনুষ্ঠানিকতায় শি জিন পিংয়ের প্রতিনিধিরূপে অংশগ্রহণ করেছেন। আরেকজন সম্ভাব্য প্রতিনিধি হতে পারেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
এছাড়া, একটি সূত্রের বরাতে বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টা দল চীনের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাই চিই-কে পাঠানোর অনুরোধ করেছেন। বিশ্লেষকদের মতে, ছাই চিই শি জিন পিংয়ের সবচেয়ে বিশ্বস্ত ও প্রভাবশালী সহযোগী হিসেবে পরিচিত, তার প্রভাব হান ঝেং ও ওয়াং ইয়ের চেয়ে অনেক বেশি।
এ বিষয়ে মন্তব্যের জন্য ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস ও ট্রাম্পের ট্রানজিশন টিমের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে তাৎক্ষণিকভাবে কোন পক্ষই সাড়া দেয়নি।
গত মাসে, ডোনাল্ড ট্রাম্প শি জিন পিংকে তার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানান। যদিও বিশেষজ্ঞরা এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন, কারণ যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষের নেতাকে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো একটি বিরল ঘটনা।
এদিকে, ট্রাম্প সোমবার মন্তব্য করেছেন যে, তিনি শি জিন পিংয়ের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন এবং আশা প্রকাশ করেছেন যে, দ্বিতীয় মেয়াদে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।