শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ভারতের ‘র’-এর মাধ্যমে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্র

ভারতের ‘র’-এর মাধ্যমে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্র। ছবি: সংগৃহীত

মালদ্বীপের সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর জড়িত থাকার অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারিতে ‘র’-এর নির্দেশে কিছু এজেন্ট মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপন আলোচনা শুরু করে। লক্ষ্য ছিল প্রেসিডেন্ট মুইজ্জুকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা। এ পরিকল্পনায় ৪০ জন সংসদ সদস্য, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, এবং প্রভাবশালী অপরাধী গ্যাংয়ের সদস্যদের ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

‘ডেমোক্র্যাটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ’ নামে একটি গোপন নথি অনুসারে, অভিশংসন কার্যকর করার জন্য ষড়যন্ত্রকারীরা ৮৭ মিলিয়ন মালদ্বীপীয় রুপিয়া (প্রায় ৬ মিলিয়ন মার্কিন ডলার) দাবি করেন, যা ভারতের কাছ থেকে সংগ্রহের পরিকল্পনা ছিল।

এক মাসের আলোচনা সত্ত্বেও অভিশংসনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়। ভারতও সরাসরি এই উদ্যোগে অর্থায়ন বা সমর্থন প্রদান করেনি।

ওয়াশিংটন পোস্ট জানায়, ভারত দীর্ঘদিন ধরে মালদ্বীপের প্রধান বিরোধী দল, মালদ্বীপিয়ান ডেমোক্র্যাটিক পার্টি (এমডিপি)-কে শক্তিশালী করতে কাজ করছে। কারণ, চীন প্রেসিডেন্ট মুইজ্জু এবং তার মেন্টর সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে।

ষড়যন্ত্রের মধ্যস্থতাকারী হিসেবে উল্লেখ করা হয় প্রাক্তন ভারতীয় পুলিশ কর্মকর্তা শিরিশ থোরাট এবং বিজেপির সাবেক মুখপাত্র সাভিও রদ্রিগেজের নাম। তারা নাশিদের সময়কালীন মালদ্বীপে ভারতের প্রভাব বাড়াতে সহায়তা করেছিলেন।

মুইজ্জুর পরিবারের একজন উপদেষ্টা ‘র’-এর এক কর্মকর্তার ফোনকল ও বৈঠকের রেকর্ড ওয়াশিংটন পোস্টকে সরবরাহ করেন। যদিও তিনি রেকর্ডগুলো কীভাবে সংগ্রহ করেছেন, তা পরিষ্কার করেননি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। থোরাট ও রদ্রিগেজ ষড়যন্ত্রের অস্তিত্ব নিশ্চিত করলেও দাবি করেন, তারা সরাসরি ভারত সরকারের হয়ে কাজ করেননি।

তবে ‘র’-এর জড়িত থাকা বা ভারত সরকারের উচ্চপর্যায়ের অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এই প্রতিবেদনের পর মালদ্বীপ ও ভারতের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীন ও ভারতের প্রভাব বিস্তারের লড়াইয়ে মালদ্বীপ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট মুইজ্জুর সরকার এখন এই পরিস্থিতি কীভাবে সামাল দেয়, তা নিয়েই বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছে।

Header Ad
Header Ad

আমরা কারো দাবার গুটি হবো না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলে, তাহলে আমরা কারো দাবার গুটি হবো না। কেউ আমাদের সাথে খেলবেন, তা পছন্দ করি না।

শনিবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘চব্বিশের নিহত ও আহতদের রক্ত, জীবন ও আবেগকে অপমানিত করবেন না। কিন্তু আমরা দেখছি, কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি। কিন্তু এ আহ্বান কেয়ামত পর্যন্ত জানাবো না।’

দলমত-নির্বিশেষে সবাইকে চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাতিকে সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা, অধ্যায় তৈরি না হয়। তার থেকে ফিরে আসুন। ফিরে না এলে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

Header Ad
Header Ad

গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পড়তে হবে? স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে এ কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

এসময় অফিস-আদালতে স্যুট পরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে জানিয়ে ফাওজুল কবির বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা সত্ত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় ৮.৯০ টাকা। অথচ সরকার কেনে ১২ টাকায়।’

ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, ‘৭০ টাকায় গ্যাস কিনে সরকার কমদামে দিতে পারবে না।’

Header Ad
Header Ad

সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি

বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নারী-পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ।

যোগ্যতা
এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–২.৫০ থাকতে হবে। জিপিএ ৩.০০ বা এর বেশি জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড–১ এ স্থানান্তরের সুযোগ আছে। কুক পেশার জন্য রান্নায় পারদর্শী হতে হবে। ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড, ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রাম্পেট) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টার/পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশার ক্ষেত্রে পেইন্টিং কাজের ওপর পারদর্শী হতে হবে; কার্পেন্টার পেশার ক্ষেত্রে কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে এবং টিন স্মিথ পেশার ক্ষেত্রে ঝালাই কাজে পারদর্শী হতে হবে

বয়স

১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। শুধু কুক পেশায় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স এক বছর শিথিলযোগ্য।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট। ওজন কমপক্ষে ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীর অবশ্যই সাঁতার জানতে হবে এবং অবিবাহিত হতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা মুঠোফোনের খুদে বার্তা ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য ইংরেজিতে সৈনিক লিখে এসএসসি পাসের বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, পাসের সাল, জেলা কোড ও ট্রেড কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না। জরুরি প্রয়োজনে যেকোনো অপারেটর থেকে সরাসরি ০১৫০০১২১১২১ নম্বরে কল করা যাবে অথবা sainik@teletalk.com.bd ঠিকানায় ই–মেইল করা যাবে।

নির্বাচন পদ্ধতি

কয়েক ধাপে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের সময়সীমা: ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ ২০২৫ পর্যন্ত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আমরা কারো দাবার গুটি হবো না: জামায়াত আমির
গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন: জ্বালানি উপদেষ্টা
সেনাবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি
নতুন দলের শীর্ষ ছয়টি পদ নিয়ে ‘সমঝোতা’
মিঠাপুকুরে তোপের মুখে পালিয়ে গেলেন সাব রেজিস্ট্রার
আমার মা চাইতেন না আমি বিয়ে করে সংসারী হই : পপি  
ঝিনাইদহে ৩ জনকে হত্যা, দায় স্বীকার করলো চরমপন্থী সংগঠন  
দুদকে এখনো বহাল ফ্যাসিস্ট সরকারের প্রেষণে আসা অর্ধশত কর্মকর্তা  
খিলগাঁওয়ের আগুনে পুড়ে ছাই ২০টি দোকান ও দুটি স’মিল
পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো ব্যবসায়ীর লাশ উদ্ধার  
সার্ক পুনরুজ্জীবনের প্রশ্নে বাংলাদেশকে যে বার্তা দিলো ভারত
জামায়াতের আমিরকে যানজট মুক্ত করতে গিয়ে প্রাণ দিলেন কর্মী
সুনামগঞ্জের মধ্যনগরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা  
একুশে টিভিকে হুমকি, জামাত নেতার বিরুদ্ধে থানায় জিডি
আফ্রিকার রানের চাপে বড় ব্যবধানে হারলো আফগানিস্তান
আগামীকাল দুই বিভাগে বৃষ্টি হতে পারে
অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬১
খিলগাঁওয়ে স-মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পশ্চিম তীরে নতুন করে হামলার নির্দেশ দিলেন নেতানিয়াহু