বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিমান দুর্ঘটনায় নিহত হতে পারেন বাশার আল আসাদ?

ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে দাবি করেছে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান এবং ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ ঘটনার সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি।

শনিবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের প্রবেশের খবর আসে। পরদিন রবিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট আসাদ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়ে দেশ ছেড়েছেন। তবে তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা স্পষ্ট করা হয়নি।

এর মধ্যেই ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানায়, সিরিয়ার লাতাকিয়ার রুশ বিমান ঘাঁটি থেকে একটি পরিবহন বিমান উড্ডয়ন করেছে, যেখানে আসাদ উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফ্লাইটরাডার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যাত্রা করলেও আকস্মিকভাবে ইউটার্ন নেয় এবং পরে মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়।

দুটি সিরীয় সূত্রের দাবি, বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, বিমানটির অস্বাভাবিক ইউটার্ন এবং পরবর্তীতে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা রহস্যজনক।

ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এ বিষয়ে জানায়, প্রেসিডেন্ট আসাদের ভাগ্য নিয়ে জল্পনা-কল্পনা চলছে। বিমানটি ভূপাতিত কিংবা দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে।

এ ঘটনাকে ঘিরে সিরিয়া এবং আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি সম্পর্কে আরও নিশ্চিত হওয়ার জন্য বিশ্ব সম্প্রদায় এখনো অপেক্ষায়।

Header Ad
Header Ad

সৌদিকে আয়োজক বানাতে নিয়ম বদলালো ফিফা

ফিফার কংগ্রেস ।। ছবিঃ সংগৃহীত

সৌদি আরব বিশ্বকাপ আয়োজন করবে, এই খবর জানাজানি হওয়ার পর বেঁকে বসে অনেকেই। বিশেষ করে মানবাধিকার ইস্যুতে বিভিন্ন মানবাধিকার সংগঠন সৌদিতে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে ছিল। তবে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরব জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

বুধবার (১১ ডিসেম্বর) ফিফার কংগ্রেসে একই সঙ্গে ঘোষণা করা হয় ২০৩০ ও২০৩৪ বিশ্বকাপ আয়োজকের নাম। ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। ২০৩০ সালে বিশ্বকাপ পা দেবে শত বছরে। তাই শতবর্ষী আসরে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে কয়েকটি ম্যাচ। এটি মূলত দেশগুলোর প্রতি ফিফার নিবেদন।

২০৩৪ বিশ্বকাপ আয়োজকের নাম ঘোষণায় বাকি ছিল আনুষ্ঠানিকতা। আগের নিয়ম অনুযায়ী, ফিফার তালিকাভুক্ত ২১১টি দেশের ভোটাভুটিতে নির্ধারিত হতো আয়োজক দেশ। এবার নিয়ম বদলেছে ফিফা। সেখানে দুই আসরের আয়োজকদের নাম একসঙ্গে উত্থাপন করা হয়। সদস্যদের কেবল হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ ছিল। না ভোট হলে দুই আসরের আয়োজকই বাতিল হতো। সেক্ষেত্রে তাদের সামনে কেবল হ্যাঁ বলার পথই খোলা ছিল।

ফিফার পক্ষ থেকে যখন নামগুলো বলা হয়, তখন অনলাইনে উপস্থিত সদস্য দেশগুলো সম্মতি জানিয়ে করতালি দেয়। বিতর্ক এড়াতে আয়োজনের আগেই নতুন নিয়ম জানিয়ে দেয় ফিফা। তাদের ভাষ্যমতে, সবগুলো কনফেডারেশনের সঙ্গে আলোচনা করে এবং সবার সম্মতিতে বদল আনা হয় নিয়মে। ফলে, সহজ হয়ে যায় সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার পথ।

Header Ad
Header Ad

১৫ বছর প্রেম করে বিয়ে করলেন কীর্তি সুরেশ

কীর্তি সুরেশ অবশেষে তার বর অ্যান্টনি থাটিল। ছবিঃ সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ অবশেষে তার দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাটিলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্প্রতি কীর্তি সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি শেয়ার করেছেন, যা ভক্তদের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে।

সম্পর্ক ১৫ বছরের পুরনো। স্কুলজীবন থেকে শুরু হওয়া এই বন্ধুত্ব পরবর্তীতে প্রেমে রূপান্তরিত হয়, যা এখন বিয়েতে পরিণত হল।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়ায় তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি ছিল। বিয়ের উৎসব ৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী চলছিল।

অনুষ্ঠানে দক্ষিণী ও বলিউডের অনেক তারকা উপস্থিত ছিল, যেমন থালাপতি বিজয়, অ্যাটলি কুমার, নায়নী, বরুণ ধাওয়ান প্রমুখ।

কীর্তি সুরেশ ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৩ সালে নায়িকা হিসেবে অভিষেক হয়। ২০১৮ সালে 'মহানতি' সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। সম্প্রতি 'বেবি জন' সিনেমার গান 'নাইন মাটাজা'তে তার আবেদনময়ী রূপ প্রশংসিত হয়েছে।

Header Ad
Header Ad

সাবেক ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার দুর্নীতির মামলা

সাবেক ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী জাহিদ-পলক-আজম। ছবিঃ মংগৃহীত

অবৈধভাবে ১৫৫ কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও তার ছেলে, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয়। দুদক পরিচালক আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে ৬১ কোটি ৫৬ লাখ টাকা ও তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে ১১ কোটি ৮৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আর সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে ৭২ কোটি টাকার অবৈধ সম্পদে অর্জনের অভিযোগ আনা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সৌদিকে আয়োজক বানাতে নিয়ম বদলালো ফিফা
১৫ বছর প্রেম করে বিয়ে করলেন কীর্তি সুরেশ
সাবেক ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার দুর্নীতির মামলা
নওগাঁয় গরুর মাংস মিলছে ৫৫০ টাকায়, কিনতে পারবেন ২৫০ গ্রামও
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো প্রবাসী
যশোরের শার্শায় অবৈধ দখলে থাকা ৩শ' বিঘা সরকারি জমি উদ্ধার
তবে কি খুলছে ডাকসুর বন্ধু দুয়ার?
‘অবৈধ বাংলাদেশি’ ঠেকাতে ভারতে বিশেষ অভিযান
ডোপ টেস্টের কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু
মামলা নিষ্পত্তি হলে তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
পুলিশে বড় রদবদল, জানা গেল নাম
গুম-খুন-নির্যাতনে ‘আয়নাঘর’ ছিল জানালেন র‍্যাবের ডিজি
মেয়ের বাবা হলেন ছাত্র-আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ রাব্বি
বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
পুলিশ ক্লিয়ারেন্স ফি তিন গুণ বাড়ালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জয়কে হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা মিল্টনের জামিন
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন
প্রায় সাড়ে ৪ ঘন্টা বিভ্রাটের পর স্বাভাবিক হলো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম
প্রধান বিচারপতির সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ