ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি, মুম্বাই পুলিশের তদন্ত শুরু
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়েছে। বার্তাটি রাজস্থানের আজমির থেকে একটি নম্বরের মাধ্যমে পাঠানো হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে।
বার্তায় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের উল্লেখ রয়েছে এবং মোদিকে বোমা বিস্ফোরণের মাধ্যমে হত্যার পরিকল্পনার কথা বলা হয়েছে।
এই হুমকির খবর পাওয়ার পর মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে আজমিরের উদ্দেশে রওনা হয়েছে। একইসঙ্গে, মুম্বাই থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, বার্তাপ্রেরক হয় মানসিক সমস্যায় ভুগছেন অথবা মদ্যপ অবস্থায় বার্তাটি পাঠিয়েছেন।
মুম্বাই পুলিশের হেল্পলাইনে এর আগেও ভুয়া হুমকি বার্তা এসেছে। কিছুদিন আগে অভিনেতা সালমান খানকে হত্যার হুমকিও এই নম্বরে পাঠানো হয়েছিল। এমনকি গত মাসে মোদিকে হত্যার পরিকল্পনার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছিল।
বর্তমানে, পুলিশ বার্তাপ্রেরকের উদ্দেশ্য এবং মানসিক অবস্থা তদন্ত করে দেখছে। পাশাপাশি, মুম্বাই ও সংশ্লিষ্ট অঞ্চলে নিরাপত্তা বাড়ানো হয়েছে।