দিল্লিতে মোদি বিরোধী বিক্ষোভে রাহুল ও প্রিয়াঙ্কার অংশগ্রহণ
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে সংসদের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধি। তার সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধি।
বিক্ষোভকারীদের গায়ে ছিল “মোদি-আদানি এক” লেখা টি-শার্ট। স্লোগানেও উঠে আসে একই কথা। ধারণা করা হচ্ছে, আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির প্রচারণা স্লোগান "এক থাকবো, পরিষ্কার থাকবো"-এর প্রতিক্রিয়াতেই এই টিপ্পনী করা হয়েছে।
বিক্ষোভে রাহুল গান্ধি গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির অভিযোগ তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানান। তিনি অভিযোগ করেন, মোদি সরকার আদানি কাণ্ডে কোনো তদন্ত করছে না, কারণ এতে প্রধানমন্ত্রী নিজেই অভিযুক্ত হতে পারেন।
আগামী লোকসভা নির্বাচন সামনে রেখে বিরোধীদের এই বিক্ষোভ এবং মোদি-আদানি সম্পর্ক নিয়ে স্লোগান ভারতের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে। রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধির এই সরব অবস্থান বিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।