মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণে আরও ৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে খান ইউনিসের আল-মাওয়াসি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হন। হামলায় বহু মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন। তারা বলেছেন, খান ইউনিসের কাছে আল-মাওয়াসিতে একটি তাঁবু ক্যাম্পে বুধবার ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং অন্যান্যরা আহত হয়েছেন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় বাস্তুচ্যুত পরিবারগুলোর বেশ কয়েকটি তাঁবুতে আগুন লেগে যায়।

আল জাজিরার হানি মাহমুদ মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে জানিয়েছেন, বর্বর এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোগীরা হাসপাতালে আছেন তারা “কেবলমাত্র চিকিৎসা সেবা, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং অপর্যাপ্ত চিকিৎসা কর্মীর কারণে তারা তাদের জীবন হারানোর আশঙ্কার মধ্যে রয়েছেন।”

তিনি আরও বলেন, “এমন ঘটনা এটিই প্রথমবার নয় যা আমরা ঘটতে দেখেছি। আল-মাওয়াসি অঞ্চলে বসবাসরত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান হতাশা রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই গণহত্যামূলক যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে বোমা হামলা এড়াতে তাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু তারা বারবার এই অপ্রত্যাশিত আক্রমণের শিকার হয়েছেন।”

অন্যদিকে গাজা শহরের তিনটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে ভূখণ্ডটির সিভিল ডিফেন্স জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক লোককে উদ্ধারে অভিযান চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মধ্য গাজায় তিনটি বিমান হামলায় ছয় শিশু ও একজন চিকিৎসকসহ ১১ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন একটি বেকারির বাইরে লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে তারা বলেছেন।

এদিকে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৩২ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৫ হাজার ৫৩৮ জন ব্যক্তিও আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৯৮ কোটি টাকার অনুদান সংগ্রহ

ছবি: সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এখন পর্যন্ত ৯৮ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ২০৩ টাকা অনুদান জমা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার পক্ষে ২৩৮টি চেক, পে-অর্ডার এবং ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ অনুদান গ্রহণ করেছেন।

মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, অস্ট্রেলিয়ার অল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাছ থেকে ১০ লাখ টাকার একটি চেক গ্রহণ করেন।

চেক গ্রহণের সময় উপদেষ্টা ফারুক ই আজম বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অস্ট্রেলিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

ত্রাণ তহবিলে উল্লেখযোগ্য এ অনুদান দেশের বন্যা দুর্গত মানুষের পুনর্বাসন ও সাহায্য কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Header Ad
Header Ad

এবার শাহীনকে ধরা হলো বিমানবন্দরে! আদালতে সোপর্দ

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগে আলোচিত ছাত্রলীগ নেতা মো. শাহীন আলমকে বিদেশ পালানোর চেষ্টা করার সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) রাতে সৌদি আরবে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এর পর লক্ষ্মীপুর সদর থানার কাছে তাকে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

শাহীন আলম লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।

গত ৪ আগস্ট লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় শাহীন আলম এজাহারভুক্ত আসামি। সেদিনের হামলায় চার শিক্ষার্থী নিহত এবং দুই শতাধিক আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শাহীনকে অস্ত্র হাতে গুলি চালাতে দেখা যায়।

লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহম্ত জানান, শাহীন আলমের বিরুদ্ধে ইমিগ্রেশনে আগেই সতর্কবার্তা পাঠানো ছিল। এ কারণে বিদেশে পালানোর চেষ্টার সময় তাকে আটক করা সম্ভব হয়।

৪ আগস্টের ঘটনায় লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ এবং তমিজ মার্কেট এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। সেদিনের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বহু নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এই গ্রেপ্তারের মাধ্যমে বহুল আলোচিত এ মামলায় এক গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটল।

Header Ad
Header Ad

হৃদয়-মেয়ার্সের জুটিতে বরিশালের সহজ জয়

ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে ফরচুন বরিশাল ৭ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। সিলেটের দেওয়া ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কাইল মেয়ার্স ও তাওহীদ হৃদয়ের দুর্দান্ত পারফরম্যান্সে মাত্র ১০.৩ ওভারেই জয় তুলে নেয় বরিশাল।

সিলেট স্ট্রাইকার্স শুরু থেকেই বিপদে পড়ে। ইনিংসের তৃতীয় বলেই রনি তালুকদার আউট হন। যদিও জাকির হাসান ও জর্জ মানসি ৪৯ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি দেন, তবে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।

মানসি ১৩ বলে ২৮ রান করেন, আরিফুল হক ২৯ বলে অপরাজিত ৩৬ রান করে দলকে ১২৫ রানে পৌঁছে দেন। বরিশালের হয়ে রিশাদ হোসেন ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। একইসংখ্যক উইকেট পান জাহানবাদ খান।

লক্ষ্য তাড়ায় নামা বরিশাল শুরুতেই দুই ওপেনার তামিম ইকবাল (০) ও নাজমুল হোসেন শান্তকে (৪) হারায়। তবে তাওহীদ হৃদয় ও কাইল মেয়ার্স মিলে দলকে জয়ের পথে এগিয়ে নেন।

হৃদয় ২৭ বলে ৪৮ রান করেন এবং মেয়ার্স ৩১ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। তাদের ১১৬ রানের জুটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

সিলেট স্ট্রাইকার্স: ১২৫ (আরিফুল হক ৩৬*, রিশাদ ৩/১৫)
ফরচুন বরিশাল: ১২৬/৩ (মেয়ার্স ৫৯*, হৃদয় ৪৮)

এই জয়ে বরিশাল তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল, বিশেষত হৃদয় ও মেয়ার্সের বিধ্বংসী জুটি তাদের ব্যাটিং গভীরতার প্রমাণ দেয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৯৮ কোটি টাকার অনুদান সংগ্রহ
এবার শাহীনকে ধরা হলো বিমানবন্দরে! আদালতে সোপর্দ
হৃদয়-মেয়ার্সের জুটিতে বরিশালের সহজ জয়
‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া
কানাডার অনেকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে তাঁদের দেশকে দেখতে চান: ট্রাম্প
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
পাঁচদশক আড়ালে থাকা মেজর ডালিম বাংলাদেশে ফিরছেন!
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মৃদুল গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণহত্যার ন্যায়বিচার দেখতে চান প্রধান বিচারপতি
আবারও বাড়বে শীতের দাপট, ঘন কুয়াশার সঙ্গে থাকবে ঠাণ্ডা বাতাস
পরিবারসহ নাফিজ সারাফতের বাড়ি, জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ
শিবগঞ্জ-মালদা সীমান্তে কাঁটাতার দেয়া নিয়ে বিজিবি-বিএসএফের উত্তেজনা
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: দায় নিয়ে পদত্যাগের ঘোষণা পরিবহনমন্ত্রীর
ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি চট্টগ্রামে পৌঁছেছেন
টাঙ্গাইলে রাতের আঁধারে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ম্যুরাল (ভিডিও)
রোজার আগে পণ্যে শুল্ক আরোপ করা হবে না: অর্থ উপদেষ্টা
ভারতের দখল থেকে কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করল বিজিবি
রাতেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, বিমানবন্দরে পাবেন ভিআইপি প্রটোকল
হাসিনার বিশেষ সহকারী শিখর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে আট পরিচালক নির্বাচিত