শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা মমতা বোঝেন কিনা, নিশ্চিত নই: শশী থারুর
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি করেছেন। তবে এই দাবির প্রেক্ষিতে ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর সংশয় প্রকাশ করেছেন। তিনি মনে করেন, মমতা সম্ভবত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা সম্পর্কে সঠিক ধারণা রাখেন না।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিরুবনন্তপুরমের সংসদ সদস্য শশী থারুর বলেন, “জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কেবলমাত্র তখনই কোনো দেশে পাঠানো হয়, যখন ওই দেশের সরকার তা আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে। এ ছাড়া বিশেষ পরিস্থিতি ছাড়া এ ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব নয়।”
থারুর আরও বলেন, তিনি জাতিসংঘের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এবং তার অভিজ্ঞতায় শান্তিরক্ষী বাহিনী সাধারণত কোনো দেশের অনুরোধ ছাড়া সেখানে মোতায়েন করা হয় না। তিনি মমতার মন্তব্য প্রসঙ্গে বলেন, “আমি নিশ্চিত নই যে তিনি (মমতা) শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা এবং কার্যপ্রক্রিয়া পুরোপুরি বোঝেন কিনা। একটি দেশ যখন সম্পূর্ণ ভেঙে পড়ে এবং সরকার নিজেই অনুরোধ করে, তখনই এই বাহিনী সেখানে মোতায়েন করা হয়।”
শান্তিরক্ষীদের বিষয়ে মন্তব্য করার পাশাপাশি শশী থারুর বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের অতিরিক্ত মন্তব্য করা উচিত নয়। এটি তাদের নিজস্ব বিষয়, এবং আমাদের সাবধানে এগোতে হবে।”
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনীজাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় কিছুটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে থারুর বলেন, “এটি সরাসরি ভারতের সঙ্গে সম্পর্কিত নয়। তাই এ বিষয়ে আমাদের বেশি কিছু বলা ঠিক হবে না।”
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি আগামী ১১ ডিসেম্বর একটি বৈঠক ডাকতে যাচ্ছে। এই কমিটির বর্তমান প্রধান শশী থারুর।